মুম্বই: পাঁচতারা হোটেলে গিয়ে খাওয়া-দাওয়া করে বিল না মিটিয়েই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বাবা-ছেলে। কিন্তু শেষরক্ষা হল না। পালিয়ে যাওয়ার সময় একটি হোটেলের এক কর্মী তাঁদের ধরে ফেলেন। টাকা না থাকায় তাঁরা বিল মেটাতে পারেননি। এরপর পুলিশে খবর দেওয়া হয়। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘ধৃতদের নাম সুহাস নেরলেকার (৫৭) ও তাঁর ছেলে স্বপ্নীল (৩২)। তাঁরা পূর্ব কান্দিভালির বাসিন্দা। তাঁরা বিভিন্ন পাঁচতারা হোটেলে গিয়ে নিজেদের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে ঘর বুক করতেন। তবে নির্দিষ্ট ঘরে যাওয়ার আগে খেয়ে টাকা না দিয়েই পালিয়ে যেতেন তাঁরা। শনিবার দক্ষিণ মুম্বইয়ের একটি হোটেল থেকে পালানোর সময় তাঁদের কাছ থেকে টাকা চান এক কর্মী। তাঁদের কাছে টাকা ছিল না। সেই কারণে তাঁদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। আমরা তাঁদের গ্রেফতার করি। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।’
মুম্বইয়ের পাঁচতারা হোটেলে খেয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টার অভিযোগ, ধৃত বাবা-ছেলে
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jan 2019 05:02 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -