বিলাসপুরের এসপি প্রশান্ত আগরওয়াল বলেছেন, ২০১৩-য় যে বিধানসভা ভোট হয় তাতে অমিতের বিরুদ্ধে বিলাসপুরের মারওয়াহি থেকে ভোটে দাঁড়ান বিজেপি প্রার্থী সমীরা পাইকরা। তিনি অমিতের বিরুদ্ধে স্থানীয় গৌরেলা থানায় জালিয়াতির অভিযোগ করেন। সেই প্রেক্ষিতে এই গ্রেফতার। অভিযোগে সমীরা বলেন, অমিত বার্থ সার্টিফিকেটে মিথ্যে তথ্য দিয়েছেন। বিলাসপুর পুলিশের তদন্ত এতদিনে শেষ হয়েছে, গ্রেফতার হয়েছেন অমিত।
মারওয়াহি বিধানসভা কেন্দ্র ছিল তফশিলি জাতির জন্য সংরক্ষিত আসন, সেখানে ভোটে জিতেছিলেন অমিত। ২০১৪-য় সমীরা পাইকরা বিলাসপুর হাই কোর্টে রিট পিটিশন দায়ের করেন, তাতে বলেন, বার্থ সার্টিফিকেটে অমিত যোগী তাঁর জাত ও জন্মের জায়গা সম্পর্কে মিথ্যে তথ্য দিয়েছেন। কিন্তু এ বছর জানুয়ারিতে ওই পিটিশন খারিজ করে দেয় হাইকোর্ট, বলে ওই বিধানসভার সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।
কিন্তু অমিত যোগীর বাবা ও ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর ‘উপজাতি’ তকমা এক সরকারি কমিটি খারিজ করে দেওয়ার পর গত শুক্রবার বিলাসপুর পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে। তাতে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ করা হয়েছে, অপরাধী প্রমাণিত হলে ২ বছর পর্যন্ত জেল হতে পারে তাঁর। এর মধ্যে পুলিশ আজ সকালে গ্রেফতার করে অমিতকে। অজিত আগে কংগ্রেসে ছিলেন কিন্তু দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে ও অমিতকে বহিষ্কার করে কংগ্রেস। এরপর ২০১৬-য় তিনি গঠন করেন জনতা কংগ্রেস ছত্তিশগড়।