তিনি বলেন, আমি আবারও বলতে চাই, সরকার সিএএ নিয়ে পিছু হটছে না, যাঁরা চান, প্রতিবাদ চালিযে য়েতে পারেন।
সিএএ-তে কোথাও কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও সংস্থান নেই, বরং বহু মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়াই এর উদ্দেশ্য, ফের জানান শাহ। বলেন, লোকসভায় এই বিল আমি পেশ করেছি। বিরোধীদের বলতে চাই, আপনারা প্রকাশ্যে বিলটি নিযে আলোচনা করুন, এতে কারও নাগরিকত্ব চলে যাওয়ার ব্যাপার থাকলে প্রমাণ করুন, দেখান।
লখনউয়ে একদল মহিলার সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ অবস্থান আজ পঞ্চম দিনে পড়ল। উত্তরপ্রদেশের রাজধানী শহরের চৌক এলাকার ক্লক টাওয়ারে সিএএ-বিরোধী কর্মসূচিতে সামিল হওযা নিযে ১৬ মহিলা ও ১০০ অজ্রাতপরিচয ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ, যাদে্র মধ্যে স্থানীয় কবি মুনাবর রানার দুই মেয়ে আছে।
শাহের পাশাপাশি বিজেপির অন্য নেতাদেরও উত্তরপ্রদেশে প্রচারে নামার কথা। সিএএ-র পক্ষে জনসমর্থন সংগ্রহে
বৃহস্পতিবার আসছেন সদ্য বিজেপি সভাপতি হওয়া জে পি নাড্ডা। দলের দুই প্রাক্তন সভাপতি রাজনাথ সিংহ, নিতিন গডকরীও সভা করবেন।দুজনেই কেন্দ্রের মন্ত্রী।
এদিন শাহের সভার আগে পুলিশ ঘন্টা ঘরের সামনে ফ্ল্যাগ মার্চ করে। ওখানেই মহিলা বিক্ষোভকারীরা প্রতিবাদ অবস্থান চালাচ্ছেন। পুলিশের আবেদন সত্ত্বেও তাঁরা বিক্ষোভ চালিয়ে যান।