নয়াদিল্লি: ফের জেএনইউ-এর হস্টেলে ঢুকে পড়ুয়া নিগ্রহ। আবারও অভিযোগ এবিভিপি-র বিরুদ্ধে। আক্রান্ত ছাত্রের নাম রাঘিব ইকরাম। রাঘিব পার্শিয়ান ভাষা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। অভিযোগ, গতকাল দুপুর সাড়ে বারোটা নাগাদ, জেএনইউ-এর নর্মদা হস্টেলে ঢুকে রাঘিবকে মারধর করে এবিভিপি-র তিন সদস্য। আহত পড়ুয়াকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত ছাত্রের দাবি, তাঁদের হস্টেলের স্পেশাল ডিনারে অন্য হস্টেলের ওই ছাত্রদের ঢুকতে বাধা দেওয়ায় তাঁকে টার্গেট করে ওই তিন ছাত্র।  রাঘিরের দাদার দাবি করেন, রুমমেট জানিয়েছে, আক্রমণকারীরা রাঘিবকে মারার সময় হামলাকারীরা বলছিল, তিনি মুসলিম। নাজিবের মতো তাঁকেও গায়েব করে দেওয়া হবে। আক্রান্ত পড়ুয়ার দাদা জানান, ভাইয়ের মাথায়, বুকে ঘুষি মারা হয়। চড়-থাপ্পড়ও মারা হয়।
অন্যদিকে, অভিযুক্ত কার্তিক কৃষ্ণ নর্মদা হস্টেলে রাঘিবের ঘরে যাওয়ার কথা স্বীকার করলেও, মারধরের অভিযোগ অস্বীকার করেছে। এর আগে ৫ জানুয়ারি, সবরমতী হস্টেলে ছাত্রীদের ওপর হামলাকাণ্ডে এবিভিপি-র বিরুদ্ধে অভিযোগ ওঠে।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষ। একটি পোস্টে তিনি লিখেছেন, এধরনের ঘটনা দিনের পর দিন চলতে পারে না। প্রোক্টর ও ওযার্ডেনদের ব্যবস্থা নেওয়া উচিত।