দুই দিনের বঙ্গ-সফর শেষে বাংলার রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করে অমিতের গলায় প্রত্যয়ী সুর, এবার আমার হাসির সময় এসেছে। ২০০-র বেশি আসন পাব আগামী বিধানসভায়।
- বাংলার মানুষের মনে অনেক প্রত্যাশা ছিল। বাংলার মানুষ চাইছিলেন, তাদের ইচ্ছেপূরণ হোক। বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন মমতা। মা-মাটি-মানুষের সরকার এখন তুষ্টিকরণের সরকার।
- মানুষের ইচ্ছে পূরণ করতে পারছে না তৃণমূল সরকার। সরকারের উপর ক্ষোভ বাড়ছে বাংলার মানুষের। আমি যেখানেই গিয়েছি, সেখানেই হাজার হাজার মানুষ। মমতা সরকারের প্রতি মানুষের রাগ দেখতে পারছি। মোদি সরকারের প্রতি মানুষের আস্থাও দেখতে পারছি। যেখানেই আমাদের সরকার, সেখানেই পরিবর্তন। কৃষকদের নতুন আশার আলো দেখিয়েছেন নরেন্দ্র মোদি।
- খারাপ প্রশাসনের নতুন সংজ্ঞা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় রাজনীতিকরণের অপরাধকরণ হয়েছে। বাংলায় প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে। ঘূর্ণিঝড়, করোনা আবহেও দুর্নীতি চালিয়ে গিয়েছে তৃণমূল।
- বাংলায় একমাত্র ৩ ধরনের আইনের শাসন। একটা ভাইপোর জন্য, একটা ভোটব্যাঙ্ক, আরেকটা সাধারণের জন্য। ক্রাইম রেকর্ডস ব্যুরোকে কেন তথ্য দিতে চায় না তৃণমূল?
- নারী নির্যাতনে বাংলা দেশের মধ্যে প্রথম সারিতে। রাজনৈতিক হত্যায় দেশের মধ্যে শীর্ষে বাংলা। এ ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার। কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণে সবচেয়ে পিছনের সারিতে বাংলা।
- মে মাসের পরে বাংলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কেননা মে মাসেই বাংলার ক্ষমতায় আসবে বিজেপির সরকার।