নয়াদিল্লি: ক্রিজে তাঁর উপস্থিতি মানেই বিপক্ষ শিবিরে ত্রাসের বাতাবরণ। ঝোড়ো গতিতে বাউন্ডারি, ওভার বাউন্ডারি তো আছেই, সঙ্গে আবার সঙ্গী গুন গুন করে আওড়ানো গানের কলি।

বীরেন্দ্র সহবাগের চিরাচরিত যে রূপের সঙ্গে পরিচিত ভারতীয় ক্রিকেটভক্তরা। তবে তাঁর ব্যাটিং তাণ্ডবের মাঝে অনুরোধের জেরে গায়ক হয়ে ওঠার কাহিনী অজানা ছিল এতদিন। ঘটনাক্রম আর পাঁচটা হালকা মেজাজের কোনও খেলায় নয়, একেবারে ভারত-পাকিস্তান মহারণের মাঝে ঘটেছিল যে ঘটনা।


পাকিস্তানের ইয়াসির হামিদ বীরুর কাছে তাঁর ব্যাটিংয়ের মাঝেই আবদার জোড়েন গান শোনার। তাও এমন সময় যখন সহবাগ ব্যাটিং বিক্রমে দেড়শোর কাছাকাছি ব্যাট করছেন। এক সাক্ষাৎকারে বীরু বলেছেন, ‘ব্যাট করার মাঝে কেউ জানতে পারতো না গান করছি। নিজের মেজাজেই গুন গুন করতাম। ‘চলা যাতা হুঁ কিসি কি ধুন মে’ আমার পছন্দের গান, রান পাই বা না পাই, গানটা মানসিকভাবে চাঙ্গা করে দিত। বেঙ্গালুরুতে একটি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তখন ১৫০-র মতো রানে ব্যাট করছি। শর্ট লেগে দাঁড়ানো ইয়াসির হামিদ আবদার করল গান শোনানোর। মনে আছে কিশোর কুমারের একটা গান শুনিয়েছিলাম।'


তাঁর মতো ক্রিস গেইলও ব্যাট করতে করতে গুন গুন করেন বলেই জানিয়েছেন সহবাগ। সঙ্গে পাক ম্যাচে গান শোনানোর ভিত্তিতে চেনা মেজাজে মুলতানের সুলতান জুড়েছেন, ‘শুধু আমার ব্যাটিংয়েই নয়, গান গেয়েও পাকিস্তানের ক্রিকেটারদের আনন্দ দিয়েছি।’