কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার ক্ষেত্রে বাধা দিচ্ছে বলে যে অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই অভিযোগের প্রমাণ দিতে হবে অমিত শাহকে। তিনি যদি প্রমাণ দিতে না পারেন, তাহলে ক্ষমা চাইতে হবে।
একটি সংবাদসংস্থা সূত্রে খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ‘পশ্চিমবঙ্গের শ্রমিকরা বাড়ি ফিরতে চান। কেন্দ্রীয় সরকার তাঁদের সাহায্য করছে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে প্রত্যাশিত সাহায্য পাচ্ছি না। এর ফলে পরিযায়ী শ্রমিকদের প্রতি অবিচার করা হচ্ছে। এতে তাঁদের সমস্যা বাড়ছে।’
পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য ১ মে থেকে ‘শ্রমিক স্পেশাল ট্রেন’ পরিষেবা চালু করেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্যের শ্রমিকরা ফিরে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের শ্রমিকরাও ফিরে আসছেন। আজও নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, ‘বিভিন্ন রাজ্য থেকে একাধিক ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসছে।’
এরই মধ্যে অভিষেক বলেছেন, ‘এই সঙ্কটের সময় নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। কয়েক সপ্তাহ নীরব থাকার পর তিনি একগুচ্ছ মিথ্যা বলে মানুষকে ভুল বোঝানোর জন্যই মুখ খুললেন। তিনি যাঁদের কথা বলছেন, তাঁর সরকারের জন্যই এই মানুষজন সমস্যায় পড়েছেন। অমিত শাহ, হয় আপনার ভুয়ো অভিযোগের প্রমাণ দিন, না হলে ক্ষমা চান।’