নয়াদিল্লি:সোশ্যাল মিডিয়ায় একটি বিরল সাপের ভিডিও ভাইরাল। এই ভিডিও ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (আইএফএস) আধিকারিক সুশান্ত নন্দা তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এই সাপ সাধারণ প্রজাতিদের থেকে ভিন্ন। এর দুটি মাথা, চার চোখ ও দুটি জিভ থাকে। যদিও শরীর একটিই।


সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল যে, দুটি মাথা স্বতন্ত্র কাজ করে। ভিডিও শেয়ার ক্যাপশনে নন্দা লিখেছেন, এই বিরল উল্ফ স্নেক ওড়িশার কেওনঝড় জেলার দেহনকিকোটে জঙ্গল এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় এবং পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় এ ধরনের বিরল সাপ দেখে ইউজারদের অনেকেই অবাক। এই সাপ সম্পর্কে নেটিজেনরা তাঁদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ইউজার লিখেছেন, সাপটিকে উদ্ধার করে ছেড়ে দেওয়ার খবরে স্বস্তি পেলাম।
একজন আবার এই সাপ বিষাক্ত কিনা, তা জানতে চেয়েছেন। এর উত্তরে নন্দা বলেছেন, এই সাপ বিষধর নয়।
উল্লেখ্য, উল্ফ স্নেক শান্ত ও ভীতু স্বভাবের। দিনের আলোয় নিষ্ক্রিয় থাকে নিশাচর এই সাপ।