যকৃতে সমস্যা, ৩ দিন ধরে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন
ABP Ananda, Web Desk | 18 Oct 2019 09:21 AM (IST)
জানা গিয়েছে, অসুস্থতার কারণে মঙ্গলবার রাত দুটোর সময় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
মুম্বই: ফের হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন। যকৃতে সমস্যার জেরে নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে, অসুস্থতার কারণে মঙ্গলবার রাত দুটোর সময় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ১৯৮২-তে কুলি ছবির শ্যুটিংয়ের সময় ভয়ঙ্কর দুর্ঘটনায় জেরে চিকিৎসা চলাকালীন বিগ বি-র শরীরে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ ঘটে। রক্ত দেওয়ার সময় এক রক্তদানকারীর শরীর থেকে হেপাটাইটিস বি ভাইরাস ঢুকে যায় তাঁর শরীরে, সিরোসিসের জেরে যকৃৎ হারিয়ে ফেলে ৭৫ শতাংশ কার্যক্ষমতা। জানা গিয়েছে, অমিতাভের পরিবার হাসপাতালে এসে নিয়মিত দেখা করছে তাঁর সঙ্গে। তবে কোনও বলিউড তারকাকে এখনও দেখা যায়নি, কারণ বেশিরভাগই তাঁর অসুস্থতার খবর জানতেন না। তবে গতকাল মাঝরাতে করওয়া চৌথ নিয়ে ব্লগ লিখেছেন অমিতাভ, তা টুইট করেছেন তিনি।