উত্তর ২৪ পরগনা: ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে রণক্ষেত্র গাইঘাটা। গাইঘাটার ধর্মপুরে তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে ইটবৃষ্টি। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ।


দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত দফতরে তৃণমূলের বিক্ষোভ। বিক্ষোভ চলাকালীন দু’পক্ষের মধ্যে ব্যাপক ইটবৃষ্টি। ক্ষতিপূরণে স্বজনপোষণের অভিযোগ অস্বীকার বিজেপির।


এদিকে, ঘূর্ণিঝড় ক্ষতিপূরণের তালিকায় গরমিলের অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিডিও-র। পূর্ব মেদিনীপুরের সুতাহাটার আশদতলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।


ঘূর্ণিঝড় ক্ষতিপূরণ-দুর্নীতি নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভের জেরে কয়েকদিন আগে হলদিয়ার মহকুমাশাসক ও বিডিও পঞ্চায়েত সমিতি ও প্রধানদের নিয়ে বৈঠক করেন। সেখানে ক্ষতিপূরণ তালিকায় স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।


অভিযোগ, এরপরও ওই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের পরিবর্তে জামালচকের বাসিন্দা এক দম্পতির নাম ঢুকিয়ে দেন তৃণমূল প্রধান শিবানী বাকুলি। এনিয়ে প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিডিও। অভিযোগ অস্বীকার প্রধানের।



দলের প্রধানের পাশে দাঁড়িয়ে তালিকায় গরমিলের দায় বিডিও-র ওপরেই চাপিয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি। গোটা বিষয়টি নিয়ে শাসকদলকে কটাক্ষ বিজেপির।


এদিকে, ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ নিয়ে পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি এলাকায়। সংঘর্ষে আহত দুই বিজেপি কর্মী। পুলিশকে ঘিরে বিক্ষোভ।


অভিযোগ, ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ পায়নি এলাকার বিজেপি সমর্থকদের কয়েকটি পরিবার। তৃণমূল অঞ্চল সভাপতিকে বারবার অনুরোধ করেও কাজ হয়নি বলে অভিযোগ।


বিজেপির অভিযোগ, গতকাল পুলিশের সামনেই হামলা চালায় তৃণমূল নেতার অনুগামীরা। এরপরই দু’ পক্ষের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত দুই বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এলাকায় মোতায়েন পুলিশ।


অন্যদিকে, ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে দুর্নীতির অভিযোগে হুগলির ডানকুনি পুরসভা ঘেরাও বিজেপির। নেতৃত্বে শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতা-কর্মীরা। কোনও ইস্যু নেই, তাই পুরসভায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, প্রতিক্রিয়া তৃণমূল জেলা সভাপতির।


আবার, ঘূর্ণিঝড় ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ ও পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তার দাবিতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বামেদের বিক্ষোভ। এদিন ক্যানিং ১ নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা। পরে স্মারকলিপি জমা দেন তাঁরা।