স্থানীয় সূত্রে খবর, গতকাল মালিপুরা গ্রামের কাছে একটি আখের ক্ষেতে পশুখাদ্য সংগ্রহ করতে যায় একটি মেয়ে। তখনই সে অজগরটিকে দেখতে পায়। সে গ্রামের লোকজনকে খবর দেয়। গ্রামের সবাই সেখানে ছুটে যান। তাঁরা দেখতে পান, সাপটির শরীর ফুলে আছে। তাঁদের সন্দেহ হয়, অজগরটি হয়তো কোনও শিশুকে গিলে ফেলেছে। মাঠটি ঘিরে ফেলা হয়। অজগরটিকে টেনে নিয়ে যেতে শুরু করেন গ্রামবাসীরা। সেই সময় বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। তাঁরা প্রায় তিন কিলোমিটার দূরে গঙ্গার কাছে নিয়ে গিয়ে সাপটিকে ছেড়ে দেন। কিন্তু শেষপর্যন্ত হরিণটিকে হজম করতে না পেরে অজগরটি প্রাণ হারায়।
হাসানপুর অঞ্চলের রেঞ্জার সুভাষ চৌধুরী জানিয়েছেন, অজগরটির কী কারণে মৃত্যু হল, সে বিষয়ে তদন্ত করছে বন দফতর।