নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনার বিমান নিখোঁজ। অসমের জোরহাট থেকে রওনা দেওয়ার পর গত আড়াই ঘন্টা ধরে বিমানটির কোনও খবর নেই বলে জানিয়েছে সরকারি সূত্র। এএন-৩২ বিমানটিতে আটজন ক্রু ও ৫ যাত্রী আছেন বলে সূত্রের খবর। বেপাত্তা বিমানটি কোথায়, সন্ধান পেতে ভারতীয় বায়ুসেনার হাতে থাকা যাবতীয় সম্পদ, পরিকাঠামোকে কাজে লাগানো হয়েছে। পণ্য পরিবহণে ব্যবহার করা হয় এই বিমান। সরকারি সূত্রটি বলেছে, বেলা ১২টা ২৫-এ বিমানটি রওনা দেয়। কিন্তু ৩৫ মিনিট বাদে বেলা একটা নাগাদ সেটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সময় যত পেরিয়ে যাচ্ছে, বিমানটির পরিণতি নিয়ে আশঙ্কা তত বাড়ছে।