নয়াদিল্লি: এনসিপি নেত্রী নিতু তেজওয়ানিকে প্রকাশ্যে লাথি মারলেন গুজরাতের বিজেপি বিধায়ক বলরাম থওয়ানি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পর বলরামের সাফাই, ‘আমি কাউকে আঘাত করতে চাইনি। আত্মরক্ষা করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়ে ফেলেছি। আমি এই ঘটনা নিন্দা করছি। আবেগের বশবর্তী হয়ে ভুল করে ফেলেছি। আমি ভুল স্বীকার করছি। ২২ বছর ধরে রাজনীতি করছি, এর আগে কোনওদিন এরকম করিনি। আমি ওঁর (নিতু) কাছে ক্ষমা চাইব।’



গতকাল নারোদা অঞ্চলে বলরামের দফতরে পানীয় জল সরবরাহে সমস্যা নিয়ে বিক্ষোভ দেখাতে যান নিতু। তাঁর সঙ্গে বেশ কয়েকজন মহিলা ছিলেন। সেই সময়ই দফতর থেকে বেরিয়ে এসে নিতুকে আক্রমণ করেন বলরাম। তাঁর সঙ্গীরাও এই এনসিপি নেত্রীকে মারধর করেন।



বলরামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিতু। তিনি বলেছেন, ‘স্থানীয় একটি সমস্যা নিয়ে আমি বিজেপি বিধায়ক বলরাম থওয়ানির সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমার কথা না শুনেই চড় মারেন। আমি মাটিতে পড়ে যাওয়ার পর তিনি লাথি মারতে শুরু করেন। তাঁর সঙ্গীরা আমার স্বামীকে মারেন। আমি মোদিজিকে প্রশ্ন করতে চাই, বিজেপি শাসনে মহিলারা কতটা সুরক্ষিত?’

গুজরাতের নির্দল বিধায়ক জিগনেশ মেভানি নিতুকে মারধরের ঘটনার ভিডিও ট্যুইটারে পোস্ট করেছেন। তিনি আমদাবাদ পুলিশ এবং গুজরাতের ডিজিপি-র কাছে বলরামকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।