অমরাবতী : অন্ধ্রপ্রদেশের শহর ও শহরতলির যে কোনও বাসিন্দা নিশ্চিন্তে সপরিবারে বেড়াতে যেতে পারবেন। বন্ধ বাড়ি নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না তাঁদের। কারণ, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে এমন বাড়িগুলির নিরাপত্তার দায়িত্ব অন্ধ্র পুলিশের। এ জন্য একটি অ্যাপ চালু করেছে তারা।

নাগরিক পরিষেবা দিতে এপি পুলিশ ’সেবা‘ নামে একটি অ্যাপ চালু করতে চলছে রাজ্য পুলিশ প্রশাসন। সূত্রের খবর, বেড়াতে যাওয়ার আগে ওই অ্যাপের মাধ্যমে যাঁরা বন্ধ বাড়ির নিরাপত্তার জন্য পুলিশের কাছে আবেদন করবেন, তাঁদের বাড়ির দেখভাল করবে পুলিশ। আগামী ১৭ সেপ্টেম্বর এই অ্যাপের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রথম পর্বে বড় বড় শহর এবং শহরতলিতে এই পরিষেবা দেওয়া হবে। কোনও ব্যক্তি ওই অ্যাপের মাধ্যমে বন্ধ বাড়ির নিরাপত্তার জন্য আবেদন করলে, পুলিশ ওই বাড়িতে সিসিটিভি লাগিয়ে দেবে।  এছাড়াও থাকবে মোশন সেনসরও। কেউ যদি ওই বন্ধ বাড়িতে বিনা অনুমতিতে ঢুকতে যায়, তা হলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে। শুধু পুলিশ বিভাগে ওই অ্যালার্ম বাজবে না, গৃহকর্তা বা কর্ত্রীও অ্যালার্মের মাধ্যমে সতর্ক হয়ে যাবেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত এলাকাতেও এই পরিষেবা মিলবে। কিন্তু সেখানে এতটা প্রযুক্তি থাকছে না, এক জন পুলিশকর্মী বন্ধ বাড়ির উপর নজরদারি চালাবেন। বাড়ির ছবি তুলে রাখবেন। সেই ছবি পাঠানো হবে বাড়ির মালিককে। শহর ও শহরতলির যে সব বাড়িতে সিসিটিভি-সহ আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবস্থা করে হচ্ছে, তার জন্য বাড়ির মালিককে কোনও খরচ দিতে হবে না।

করোনায় এতদিন সবাই ঘরবন্দি ছিলেন, তবে এখন কিন্তু অনেকেই প্রয়োজনীয় সতর্কতা নিয়ে বেরিয়ে পড়তে চাইছেন। ১০ বছরের কম বয়সি শিশু ও ৬৫ বছরের ঊর্ধ্বে কেউ না থাকলে বাড়ির নিরাপত্তা অন্ধ্র পুলিশের হাতে দিয়ে,  বেরিয়ে পড়া যেতে পারে করোনা-বিধি মেনে।