দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মঙ্গু সিংহ জানিয়েছেন, ‘আজ থেকে দিল্লি মেট্রোর যাবতীয় পরিষেবা চালু হয়ে গিয়েছে। সব লাইনে স্বাভাবিক সময় অনুযায়ী পরিষেবা পাওয়া যাচ্ছে। তবে আমি সবাইকে জানিয়ে দিতে চাই, সামাজিক দূরত্ববিধি মেনে চলার কারণে যাত্রীসংখ্যা কমানো হচ্ছে। আগে যেখানে ২৫০ থেকে ৩০০ যাত্রী নিয়ে চলত মেট্রো, এখন সেখানে মাত্র ৫০ জনকে নিয়ে চলবে। তাই সবার কাছে অনুরোধ, ব্যস্ত সময়ে মেট্রোয় ওঠা থেকে বিরত থাকুন।’ এদিকে, দিল্লি মেট্রো সূত্রে খবর, ১৭০ দিন পরিষেবা বন্ধ থাকার ফলে রোজ গড়ে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফলে মোট রাজস্ব ক্ষতির পরিমাণ দেড় হাজার কোটি টাকারও বেশি। আজ থেকে স্বাভাবিক হয়ে গেল দিল্লি মেট্রো, বেঁধে দেওয়া হয়েছে যাত্রীসংখ্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Sep 2020 09:56 PM (IST)
করোনা সংক্রমণ এড়ানোর জন্য যাত্রীদের সামাজিক দূরত্ববিধি মেনে চলার সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
নয়াদিল্লি: করোনা সংক্রমণের জেরে গত কয়েকমাস ধরে বন্ধ থাকার পর আজ থেকে ফের পুরোপুরিভাবে চালু হয়ে গেল দিল্লি মেট্রো। আজ থেকে এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে পরিষেবা চালু হয়েছে। আগের মতোই সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে বলে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে। একইসঙ্গে করোনা সংক্রমণ এড়ানোর জন্য যাত্রীদের সামাজিক দূরত্ববিধি মেনে চলার সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনার জেরে ২২ মার্চ থেকে বন্ধ ছিল দিল্লি মেট্রো। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ধাপে ধাপে পরিষেবা চালু করার বিষয়ে অনুমতি দেওয়া হয়। সেই অনুযায়ী সোমবার দিল্লি মেট্রোর ইয়েলো লাইন ও র্যাপিড মেট্রো পরিষেবা চালু হয়। পরিষেবার সময় অবশ্য নির্দিষ্ট করে দেওয়া হয়। এরপর গতকাল থেকে পরিষেবার সময়সীমা বাড়ানো হয়। আজ থেকে খুলে গেল নতুন লাইন।