Andhra Pradesh shocker, on being asked to wear mask, hotel employee beats woman colleague with iron rod


ভিডিওতে দেখুন, মাস্ক পরতে বলায় অন্ধ্রপ্রদেশের হোটেলে বিশেষভাবে সক্ষম মহিলা সহকর্মীকে লোহার রড দিয়ে মারলেন এক ব্যক্তি

নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণ রোখার জন্য সারা বিশ্বে মাস্ক পরা বাধ্যতামূলক। কিন্তু তা সত্ত্বেও অনেকেই মাস্ক পরতে রাজি হচ্ছেন না। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার একটি হোটেলের এমনই এক কর্মীকে মাস্ক পরতে বলায় আক্রান্ত হলেন বিশেষভাবে সক্ষম মহিলা। তাঁকে লোহার রড দিয়ে মারেন ওই ব্যক্তি। হোটেলের সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

এই নৃশংস ঘটনা ঘটেছে শনিবার। অন্ধ্রপ্রদেশ পর্যটন বিভাগের অন্তর্গত ওই হোটেলের ডেপুটি ম্যানেজারকে মাস্ক পরতে বলেন ওই চুক্তিভিত্তিক মহিলা কর্মী। এরপরেই তাঁর দিকে তেড়ে যান অভিযুক্ত। তিনি ওই মহিলার চুলের মুঠি ধরে মারতে থাকেন। এক ব্যক্তি ওই মহিলাকে সাহায্য করার জন্য ছুটে যান। তাঁকেও ধাক্কা মেরে সরিয়ে দেন অভিযুক্ত। এরপর তিনি লোহার রড নিয়ে ওই মহিলাকে মারতে থাকেন। শেষে অন্য এক ব্যক্তি গিয়ে তাঁর হাত থেকে লোহার রড কেড়ে নেন।