মুম্বই: রিয়া চক্রবর্তীর গ্রেপ্তার হওয়ার ঘটনাকে ‘কর্মফল’ হিসেবে বর্ণনা করলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। ‘মানসিক অবসাদে থাকা সুশান্ত ড্রাগ নিচ্ছে জেনে কেন রিয়া তাকে থামানোর চেষ্টা করল না’, সেই প্রশ্ন তুললেন অঙ্কিতা।

অঙ্কিতা টুইট করেন, ‘এই ঘটনাটা খুন নাকি আত্মহত্যা এই বিতর্কে আমি যেতে চাইনি। আমি শুধু আমার পুরনো বন্ধু সুশান্তের পরিবারের পাশে থাকতে চেয়েছি, তাদের সমবেদনা জানাতে চেয়েছি এবং মহারাষ্ট্র সরকার ও ভারত সরকারের প্রতি আস্থাশীল থাকতে চেয়েছি যে অপরাধী কেউ থাকলে যেন সাজা পায়। তাই কেউ আমায় সতীন কিংবা বিধবা বলল কেন, তাতে আমার কিছু যায় আসে না।’

রিয়ার নাম না করে অঙ্কিতা বলেন, ‘২০১৬ পর্যন্ত আমি সুশান্তের মধ্যে কোনও মানসিক অবসাদ দেখিনি। ঝকঝকে একটা ছেলে, জীবনশক্তিতে ভরপুর। তারপর ধীরে ধীরে যদি এমন কাউকে আমি দেখি যে সে অবসাদে ডুবে যাচ্ছে, ড্রাগ-মাদকের নেশায় নিজেকে সমর্পণ করে দিচ্ছে, তাহলে তো নিকটজনের উচিত তাকে সে কাজ থেকে দূরে রাখা। কাউকে ভালোবাসলে,তার প্রতি দায়িত্ব থেকে এইটুকু কি করা উচিত নয়! একদিকে আমি বলছি যে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেছি ডিপ্রেসন কমানোর জন্য, অন্যদিকে আবার মাদক ঘরে আনার ব্যবস্থা করছি, এ কেমন দ্বিচারিতা!’

রিয়ার গ্রেপ্তারি প্রসঙ্গে অঙ্কিতার সংযোজন, ‘কর্মফল সকলকেই ভোগ করতে হয়। অদৃষ্টের হাতে শাস্তি পেতেই হয়।’