প্রয়াত প্রবাদপ্রতিম সুরবাহার শিল্পী অন্নপূর্ণা দেবী
ABP Ananda, Web Desk | 13 Oct 2018 10:05 AM (IST)
মুম্বই: অবসান হল একটি যুগের। প্রবাদপ্রতিম সুরবাহার শিল্পী অন্নপূর্ণা দেবী পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯১। আজ ভোর ৩টে ৫১ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে হিন্দুস্থানী মার্গ সঙ্গীতের এই একনিষ্ঠ সাধিকার প্রয়াণ হয়। কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। অন্নপূর্ণা সরোদ সাধক বাবা আলাউদ্দিন খাঁয়ের কন্যা ছিলেন, তাঁর বিবাহ হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতার বাদক পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে।