জয়সলমীর: রাজস্থানের জয়সলমীরে গাধা চুরির অভিযোগে তিন দলিত ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ১৬ জনের বিরুদ্ধে। কয়েকদিন আগেই বারমের ও নাগাউরেও দলিত নিগ্রহের অভিযোগ উঠেছিল। ফের একই অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। পুলিশ সূত্রে খবর, একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য একজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

জয়সলমীরের পুলিশ সুপার কিরণ কাঙ্গ জানিয়েছেন, ‘তদন্তে নেমে আমরা জানতে পেরেছি, এ মাসের ১৫ তারিখ সঙ্গড় থানা এলাকার রাম গ্রামে এই ঘটনা ঘটে। গেনা রাম, মুলা রাম ও সুমেরা রামের বিরুদ্ধে সেদিন রাতে পাঁচটি গাধা চুরি করে দেবীকোট গ্রামের দিকে যাওয়ার অভিযোগ ওঠে। সেই সময় গ্রামবাসীরা তাঁদের ধরে ফেলেন। অভিযুক্তদের মারধর করে স্থানীয় থানার পুলিশকর্মীদের হাতে তুলে দেন গ্রামবাসীরা। তবে তাঁরা লিখিত অভিযোগ জমা দেননি। এফআইআর-ও দায়ের করা হয়নি। শান্তিভঙ্গ করার জন্য তাঁদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। অভিযুক্তরা আমাদের বলেননি, তাঁদের মারধর করেছেন গ্রামবাসীরা। ১৬ তারিখ ফতেগড়ের এসডিএম-এর সামনে তাঁদের পেশ করা হয়। সেদিনই তাঁরা জামিন পেয়ে যান।’

পুলিশ সুপার আরও জানিয়েছেন, ‘শনিবার মুলা রাম পুলিশকে জানান, তাঁদের মারধর করেন গ্রামবাসীরা। এরপরেই এফআইআর করা হয়। ভবানী দান নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরও একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি আমরা।’

গত রবিবার রাজস্থানের নাগাউর জেলার একটি মোটরসাইকেল সার্ভিস সেন্টার থেকে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে দুই দলিত যুবককে মারধরের অভিযোগ ওঠে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পর সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৯ জানুয়ারি বারমের জেলায় মোবাইল চুরির অভিযোগে এক দলিত যুবককে মারধরের অভিযোগ ওঠে তিন ব্যক্তির বিরুদ্ধে। এতদিন পরে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে।