এর আগে সিএএ-এনআরসি-র বিরোধিতায় কলকাতা বইমেলায় ধুন্ধুমার বেঁধে যায়। বিজেপি নেতা রাহুল সিনহা মেলায় পৌঁছতেই উত্তেজনা তৈরি হয়। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, হাতাহাতি। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারী বেশ কয়েকজন পড়ুয়াকে আটক করে পুলিশ।
সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভ ঘিরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টা সিএএ-র পক্ষে বিভিন্ন জায়গায় মিছিল করছে বিজেপি। এই আইনের বিরোধিতা-সমর্থনের আঁচ এবার পড়ল বইমেলাতেও।
এদিকে, বইমেলায় ধুন্ধুমারের ঘটনা নিয়ে বিক্ষোভ যাদবপুরের পড়ুয়াদের।বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ,পুলিশি হেনস্থার অভিযোগে যাদবপুরের সামনে থেকে মিছিল পড়ুয়াদের। মিছিল শেষ হয় যাদবপুর থানায়। থানায় ডেপুটেশন জমা দেয় বিক্ষোভকারীরা।