কলকাতা: বইমেলার অশান্তির আঁচ এবার গিয়ে পড়ল বিধাননগর উত্তর থানায়। মহিলা পুলিশকর্মীকে বেধড়ক মার। সহকর্মীকে বাঁচাতে গিয়ে হিমশিম খান পুলিশকর্মীরা। অভিযোগ, বইমেলায় কয়েকজন বিক্ষোভকারীর শ্লীলতাহানি করেন বিজেপি কর্মীরা। এই অভিযোগ জানাতে বিধাননগর উত্তর থানায় বিক্ষোভকারীরা গেলে পরিস্থিতি আরও ঘোরাল হয়। পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের। এমন সময় এক মহিলা পুলিশকর্মীর চুলের মুঠি ধরে বেধড়ক মারা হয়। যদিও বিক্ষোভকারীদের দাবি এমন কিছু তাঁরা করেননি। বিক্ষোভকারীদের পাল্টা অভিযোগ, পুলিশ অভিযোগ নিতে চায়নি। থানায় ঢুকতে বাধা দেওয়া হয়। এমনকী কয়েকজনকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। তা বাধা দেওয়াতেই হয় ধস্তাধস্তি।



এর আগে সিএএ-এনআরসি-র বিরোধিতায় কলকাতা বইমেলায় ধুন্ধুমার বেঁধে যায়। বিজেপি নেতা রাহুল সিনহা মেলায় পৌঁছতেই উত্তেজনা তৈরি হয়। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, হাতাহাতি। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারী বেশ কয়েকজন পড়ুয়াকে আটক করে পুলিশ।

সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভ ঘিরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টা সিএএ-র পক্ষে বিভিন্ন জায়গায় মিছিল করছে বিজেপি। এই আইনের বিরোধিতা-সমর্থনের আঁচ এবার পড়ল বইমেলাতেও।

এদিকে, বইমেলায় ধুন্ধুমারের ঘটনা নিয়ে বিক্ষোভ যাদবপুরের পড়ুয়াদের।বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ,পুলিশি হেনস্থার অভিযোগে যাদবপুরের সামনে থেকে মিছিল পড়ুয়াদের। মিছিল শেষ হয় যাদবপুর থানায়। থানায় ডেপুটেশন জমা দেয় বিক্ষোভকারীরা।