নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গত কয়েক দিন ধরে অগ্নিগর্ভ হয়ে উঠছিল অসম, ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলো। পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছিল অসম ও ত্রিপুরায়। জারি করা হয়েছিল কার্ফুও। কিন্তু গত শনিবার থেকে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে। আর তাই অসমের ডিব্রুগড়ে আপাতত কিছুটা শিথিল করা হল কার্ফু।


অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ‘পরীক্ষামূলক ভাবে দিনের আলোয় শিথিল করা হয়েছে কার্ফুর নিরাপত্তা। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাতে আগের মতোই জারি থাকবে কড়া কার্ফু নিরাপত্তা।’

কার্ফু শিথিল হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে অসমের জনজীবন। নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে রাস্তায় নামছেন সাধারণ মানুষ। খুলছে দোকান বাজার, স্বাভাবিক হচ্ছে যানবাহন চলাচলও।

সূত্রের খবর, 'আগামীকাল সকাল ৬টা থেকে গুয়াহাটি থেকে পুরোপুরি কার্ফু তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে।' তবে এখনও অবধি কবে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হবে তা নিয়ে কোনও খবর পাওয়া যায়নি।

আজ ১৪ ঘন্টার জন্য ডিব্রুগড়ে শিথিল করা হয়েছে কার্ফু।

গত কয়েকদিন সংশোধনী আইনের তীব্র প্রতিবাদ দেখে অসম। জ্বালানো হয় ট্রেন-বাস, পোস্ট অফিস, ব্যাঙ্ক, রাস্তায় নেমে চলে নজিরবিহীন বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছিল আধাসামরিক বাহিনী।