জয়পুর: রাজস্থানের নাগাউর শহরে অকাল শিলাবৃষ্টির ফলে তুষারপাতের মতো পরিস্থিতি তৈরি হল। ছোট্ট শহরটির বিভিন্ন রাস্তা সাদা শিলার চাদরে ঢেকে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। অনেকেই দাবি করেন, রাজস্থানে তুষারপাত হচ্ছে। যদিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উল্লাসের মধ্যেই মাথায় হাত চাষিদের। কারণ, শিলাবৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
রাজস্থানে বৃষ্টি এমনিতেই কম হয়। তার উপর শীতকালে বৃষ্টি তো বিরল ঘটনা। তবে গত বৃহস্পতিবার সেই বিরল দৃশ্যই দেখা যায়। ছাপরি, মৌলাসার, কিচক গ্রামের রাস্তা, বাড়ির ছাদ, গাড়ি শিলায় ঢেকে যায়। দেখে মনে হচ্ছিল জায়গাটি কোনও শৈলশহর। এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে যান।