নয়াদিল্লি: গতকাল শনিবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-এর অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছিলেন ভারতীয় জওয়ানরা।জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছিল অন্তত পাঁচ অনুপ্রবেশকারী। নিহত অনুপ্রবেশকারীদের দেহ ফিরিয়ে নেওয়ার জন্য পাক সেনাবাহিনীকে আজ প্রস্তাব দিয়েছে ভারতীয় সেনা। প্রস্তাবে বলা হয়েছে, সাদা পতাকা দেখিয়ে শেষকৃত্যের জন্য অনুপ্রবেশকারীদের দেহ নিয়ে যেতে পারে পাকিস্তান।  পাক বাহিনী এখনও এই প্রস্তাবে সাড়া দেয়নি।


পাক বর্ডার অ্যাকশন টিমের হামলার ছক বানচাল সেনার, কেরান সেক্টরে খতম অন্তত ৫ অনুপ্রবেশকারী
ভারতীয় সেনা বলেছেন, 'আমরা পাক সেনাবাহিনীকে মৃতদেহগুলি (৫-৭ জন পাক ব্যাটের সদস্য/জঙ্গি) ফেরত নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছি। শেষকৃত্যের জন্য সাদা পতাকা দেখিয়ে ওই দেহগুলি নিয়ে যাওয়ার প্রস্তাব পাক সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তাদের কাছ থেকে  এখনও সাড়া পাওয়া যায়নি'।



শনিবার ভারতীয় সেনা জানিয়েছিল যে, নিয়ন্ত্রণ রেখা বরাবর কেরান সেক্টরে পাকিস্তানের ব্যাটের হামলার ছক ভেস্তে দেওয়া হয়েছে। কেরান সেক্টরে জঙ্গলের মধ্যে মাটিতে পড়ে থাকা ওই দেহগুলির ছবিও প্রকাশ করেছিল ভারত। সেনা সূত্রে বলা হয়, অনুপ্রবেশের সময় ব্যাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।নিয়ন্ত্রণ রেখায় ফরোয়ার্ড পোস্টের যেখানে দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল সেখানে কয়েকজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তারা ব্যাটের ওই অনুপ্রবেশকারী দলে ছিল।
সেনা জানিয়েছে, গত ৩৬ ঘন্টায় পাক সেনা জম্মু ও কাশ্মীরে জইশ ই মহম্মদ ও অন্যান্য সংগঠনের জঙ্গিদের ঢোকানোর বেশ কয়েকবার চেষ্টা করেছিল।
সেনা আধিকারিকরা জানিয়েছেন, গত তিনদিন পাকিস্তান উপত্যকায় শান্তিভঙ্গ ও অমরনাথ যাত্রাকে নিশানা করার চেষ্টা চালায়। নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীর সরকার গত শুক্রবার নিরাপত্তা সংক্রান্ত অ্যাডভাইসারি জারি করে পর্যটক ও অমরনাথ তীর্থযাত্রীদের উপত্যকা ছেড়ে যাওয়ার আর্জি জানায়।