শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে লাইন অফ কন্ট্রোলে ফরওয়ার্ড পোস্টে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) হামলার ছক বানচাল করে দিল সেনাবাহিনী। অন্তত পাঁচ অনুপ্রবেশকারীকে খতম করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী সূত্রে খবর, খতম হওয়া অনুপ্রবেশকারীর সংখ্যা সাতও হতে পারে।


সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, ‘জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে একটি ফরওয়ার্ড পোস্টে হামলার ছক করেছিল ব্যাট। তবে সেনা জওয়ানরা সতর্ক ছিলেন। পাঁচ থেকে সাতজন পাক সেনা জওয়ান বা জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে।’



সেনা সূত্রে খবর, ব্যাট-এ সাধারণত পাক সেনার বিশেষ বাহিনীর জওয়ানদের পাশাপাশি জঙ্গিরাও থাকে। সেই দলই বুধবার গভীর রাতে হামলার চেষ্টা করে। সীমান্তে পাক সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের চার কম্যান্ডোর দেহ দেখা গিয়েছে। গত ৩৬ ঘণ্টায় বেশ কয়েকবার উপত্যকায় শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছে পাকিস্তান। অমরনাথ যাত্রার উপরেও হামলার চেষ্টা হয়েছে। তবে ভারতীয় সেনাও সতর্ক আছে। পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।