নয়াদিল্লি: ভারতীয় আবহাওয়া দফতর এখন গোটা দেশের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ ও গিলগিট-বাল্টিস্তানের পূর্বাভাসও করবে। বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ৫ মে থেকে এই কাজ শুরু হয়ে গিয়েছে।
মৃত্যুঞ্জয় জানিয়েছেন, অনেক দিন ধরেই জাতীয় আবহাওয়া বুলেটিনে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল-সহ একাধিক প্রতিবেশী দেশের আবহাওয়ার খবর জানানো হচ্ছিল। ৫ মে থেকে আঞ্চলিক বুলেটিনেও এই সব তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জানিয়েছেন, ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারা বাতিলের জেরে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে লাদাখের পাশাপাশি জম্মু ও কাশ্মীরও কেন্দ্রশাসিত অঞ্চল হয়। গত অগাস্ট মাস থেকেই পাক অধিকৃত কাশ্মীরের আবহাওয়ার খবর সম্প্রচার করতে শুরু করে জাতীয় আবহাওয়া দফতর। বর্তমানে সমগ্র উত্তর পশ্চিম ভারতের আবহাওয়া সংবাদে জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি-চণ্ডীগড়-হরিয়ানা, পঞ্জাব, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান ও পশ্চিম রাজস্থানের সঙ্গে প্রচার করা হচ্ছে মুজফ্ফরাবাদ ও গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের আবহাওয়ার খবরও।
মহাপাত্রের দাবি, বিশ্ব আবহাওয়া দফতর মনোনীত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র হওয়ার সুবাদে পাকিস্তান, আফগানিস্তান, মলদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল ও ভূটানের আবহাওয়া সংক্রান্ত ৫ দিনের পূর্বাভাস বরাবরই করে আসছে ভারতীয় আবহাওয়া দফতর। প্রসঙ্গত, সম্প্রতি গিলগিট-বাল্টিস্তান অঞ্চলে নির্বাচন আয়োজন করার নির্দেশ পাকিস্তান সরকারকে দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। যার তীব্র বিরোধিতা করেছে নয়াদিল্লি।
পাক অধিকৃত কাশ্মীরের আবহাওয়ার পূর্বাভাস এখন থেকে করবে ভারতীয় হাওয়া অফিস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 May 2020 01:50 PM (IST)
সম্প্রতি গিলগিট-বাল্টিস্তান অঞ্চলে নির্বাচন আয়োজন করার নির্দেশ পাকিস্তান সরকারকে দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। যার তীব্র বিরোধিতা করেছে নয়াদিল্লি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -