নয়াদিল্লি: ভারতীয় আবহাওয়া দফতর এখন গোটা দেশের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ ও গিলগিট-বাল্টিস্তানের পূর্বাভাসও করবে। বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ৫ মে থেকে এই কাজ শুরু হয়ে গিয়েছে।


মৃত্যুঞ্জয় জানিয়েছেন, অনেক দিন ধরেই জাতীয় আবহাওয়া বুলেটিনে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল-সহ একাধিক প্রতিবেশী দেশের আবহাওয়ার খবর জানানো হচ্ছিল। ৫ মে থেকে আঞ্চলিক বুলেটিনেও এই সব তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জানিয়েছেন, ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারা বাতিলের জেরে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে লাদাখের পাশাপাশি জম্মু ও কাশ্মীরও কেন্দ্রশাসিত অঞ্চল হয়। গত অগাস্ট মাস থেকেই পাক অধিকৃত কাশ্মীরের আবহাওয়ার খবর সম্প্রচার করতে শুরু করে জাতীয় আবহাওয়া দফতর। বর্তমানে সমগ্র উত্তর পশ্চিম ভারতের আবহাওয়া সংবাদে জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি-চণ্ডীগড়-হরিয়ানা, পঞ্জাব, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান ও পশ্চিম রাজস্থানের সঙ্গে প্রচার করা হচ্ছে মুজফ্ফরাবাদ ও গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের আবহাওয়ার খবরও।

মহাপাত্রের দাবি, বিশ্ব আবহাওয়া দফতর মনোনীত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র হওয়ার সুবাদে পাকিস্তান, আফগানিস্তান, মলদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল ও ভূটানের আবহাওয়া সংক্রান্ত ৫ দিনের পূর্বাভাস বরাবরই করে আসছে ভারতীয় আবহাওয়া দফতর। প্রসঙ্গত, সম্প্রতি গিলগিট-বাল্টিস্তান অঞ্চলে নির্বাচন আয়োজন করার নির্দেশ পাকিস্তান সরকারকে দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। যার তীব্র বিরোধিতা করেছে নয়াদিল্লি।