নয়াদিল্লি: পাকিস্তান সীমান্তে মোতায়েন জওয়ানদের যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি থাকার নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল বিপীন রাওয়াত। তিনি সেনা আধিকারিকদের বায়ুসেনার সঙ্গে যোগাযোগ রাখারও নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, আজ বায়ুসেনার পক্ষ থেকেও জানানো হয়েছে, পাকিস্তানের দিক থেকে যে কোনও আক্রমণের মোকাবিলা করার জন্য উচ্চ পর্যায়ের প্রস্তুতি চলছে। ওমান, ইরান, আফগানিস্তান ও চিনের সঙ্গে আকাশপথে সংযোগ চালু করেছে পাকিস্তান। ভারত-পাক আকাশপথে ১১টি যাতায়াতের রাস্তা এখনও বন্ধ। পাকিস্তানের আগ্রাসন চিহ্নিত ও প্রতিহত করার জন্য আকাশপথে কড়া নজরদারি চালাচ্ছে বায়ুসেনা।
সম্প্রতি জম্মু ও কাশ্মীর ও রাজস্থানে ভারত-পাক সীমান্ত পরিদর্শনে যান সেনাপ্রধান। তখনই তিনি নিরাপত্তাব্যবস্থা ও যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারতীয় সেনাবাহিনী যে পাকিস্তানের সবরকম অসাধু প্রচেষ্টার মোকাবিলা করতে সক্ষম, সে বিষয়ে আত্মবিশ্বাসী সেনাপ্রধান। তিনি বাহিনীর মানসিক জোরের প্রশংসা করেছেন এবং বায়ুসেনার সঙ্গে যোগাযোগ রেখে চলার নির্দেশ দিয়েছেন।’
পাক সীমান্তে যে কোনও পরিস্থিতির জন্য বাহিনীকে তৈরি থাকতে বললেন সেনাপ্রধান, চূড়ান্ত প্রস্তুতি চলছে, জানাল বায়ুসেনা
Web Desk, ABP Ananda
Updated at:
07 Mar 2019 08:02 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -