জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি কংগ্রেসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Aug 2019 07:48 PM (IST)
জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দেওয়া উচিত । অমরনাথ যাত্রা বন্ধের সিদ্ধান্তের নিন্দা করে কংগ্রেস এ কথা বলেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, সারা দেশই উদ্বিগ্ন। তাই এ ব্যাপারে সংসদে বিবৃতি দেওয়া উচিত প্রধানমন্ত্রীর।
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দেওয়া উচিত । অমরনাথ যাত্রা বন্ধের সিদ্ধান্তের নিন্দা করে কংগ্রেস এ কথা বলেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, সারা দেশই উদ্বিগ্ন। তাই এ ব্যাপারে সংসদে বিবৃতি দেওয়া উচিত প্রধানমন্ত্রীর। কংগ্রেস দফতরে এক সাংবাদিক বৈঠকে দলের অন্যতম শীর্ষ নেতা গুলাম নবি আজাদ বলেছেন, অমরনাথ যাত্রা কখনও বাতিল করা হয়নি। এমনকি, তীর্থযাত্রীদের জঙ্গিরা নিশানা করলেও তা এর আগে কখনও বন্ধ করা হয়নি। জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংসদের উভয় কক্ষেই প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত। এটা তাঁর কর্তব্য। তিনি বলেছেন, পুলওয়ামা হামলা ছাড়া চলতি বছর জঙ্গি কার্যকলাপের উপদ্রব খুব একটা নেই। তা সত্ত্বেও কেন অতিরিক্ত আধা সামরিক বাহিনী ওই রাজ্য পাঠানো হয়েছে, তার ব্যাখ্যা দেওয়া উচিত সরকারের।