কংগ্রেস দফতরে এক সাংবাদিক বৈঠকে দলের অন্যতম শীর্ষ নেতা গুলাম নবি আজাদ বলেছেন, অমরনাথ যাত্রা কখনও বাতিল করা হয়নি। এমনকি, তীর্থযাত্রীদের জঙ্গিরা নিশানা করলেও তা এর আগে কখনও বন্ধ করা হয়নি। জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংসদের উভয় কক্ষেই প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত। এটা তাঁর কর্তব্য।
তিনি বলেছেন, পুলওয়ামা হামলা ছাড়া চলতি বছর জঙ্গি কার্যকলাপের উপদ্রব খুব একটা নেই। তা সত্ত্বেও কেন অতিরিক্ত আধা সামরিক বাহিনী ওই রাজ্য পাঠানো হয়েছে, তার ব্যাখ্যা দেওয়া উচিত সরকারের।
অমরনাথের যাত্রাপথে নাশকতার ছক বানচাল, নিরাপত্তার কারণে বন্ধ অমরনাথ যাত্রা
ওই সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা কর্ণ সিংহ বলেছেন, অমরনাথ যাত্রা বন্ধে সরকারের অ্যাডভাইসরি এবং তীর্থযাত্রী ও পর্যটকদের রাজ্য ছাড়তে বলায় রাজ্যের সকলেই হতবাক। তিনি দাবি করেন, সমগ্র রাজ্যেই আতঙ্ক ও আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে।