শ্রীনগর: জঙ্গিদের হাতেখড়ি হয় বাহিনী লক্ষ্য করে পাথর ছোঁড়া দিয়ে। আজ পাথর ছুঁড়ছে, কাল গুলি-বোমা ছুঁড়বে। অচিরেই, বাহিনীর বিরুদ্ধে যে অস্ত্র হাতে তুলে নেবে, তাকে এক বছরের মধ্যে খতম করা হবে। জম্মু ও কাশ্মীরের মায়েদের এই বলে সতর্ক করে সন্তানদের বিপথগামী হওয়া থেকে বাঁচানোর পরামর্শ দিলেন শীর্ষ সেনাকর্তা।
সাম্প্রতিককালে, পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে নমনীয় মনোভাব দেখানোর দাবি উঠেছে। সেই প্রেক্ষিতে সংবাদমাধ্যমের সামনে সেনার ১৫ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সর্বজিৎ সিংহ ধিঁল্লো কাশ্মীরি মায়েদের উদ্দেশ্যে সতর্কবার্তা রাখেন। পরিসংখ্যান পেশ করে বলেন, কাশ্মীরের যে সকল যুবক নাশকতার পথ বেছে নিয়েছে, তাদের ৮৩ শতাংশ শুরু করেছে বাহিনী লক্ষ্য করে পাথর ছুঁড়ে।
বিপথগামী কাশ্মীরি যুবকদের মায়েদের উদ্দেশ্যে সেনাকর্তার জানান, আজ যারা ৫০০ টাকার বিনিময়ে পাথর ছুঁড়ছে, কাল তারা হাতে অস্ত্র তুলে নিতে পারে। আর একবার হাতে অস্ত্র তুলে নিলে, এক বছরের মধ্যে তাদের নিকেশ করা হবে। তিনি বলেন, একবার অস্ত্র তুললে প্রথম সপ্তাহে ৭ শতাংশ খতম হবে। প্রথম মাসে ৯ শতাংশ, প্রথম ৬ মাসে ৩৬ শতাংশ এবং এক বছরে ৬৪ শতাংশ নিকেশ হবে।
এরপরই মায়েদের প্রতি সেনাকর্তার আবেদন, সন্তান বিপথগামী হলে, তাকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসুন। যুবকদের প্রতিও সেনাকর্তার আর্জি, অস্ত্র ত্যাগ করে সমাজের মূলস্রোতে ফিরে আসতে। ধিঁল্লো বলেন, এটা মাথায় রাখতে হবে, অস্ত্র তুলে নেওয়া জঙ্গিদের আয়ু অত্যন্ত কম।
‘একবার হাতে অস্ত্র তুললে মরতেই হবে, ছেলেদের বোঝান’, কাশ্মীরি মায়েদের আবেদন সেনাকর্তার
Web Desk, ABP Ananda
Updated at:
02 Aug 2019 06:14 PM (IST)
সাম্প্রতিককালে, পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে নমনীয় মনোভাব দেখানোর দাবি উঠেছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -