কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচকদের মুখ বন্ধ করতেই বাম বিদ্বজ্জনের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করা হল বলে দাবি করেন চিদম্বরম। বলেন, ওঁদের গ্রেফতারি জনজীবনের বড় সমস্যাগুলি থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা বলে মনে হয়। বিরুদ্ধ মত দমন করে সরকারের নিন্দুক, সমালোচকদের ভীত, সন্ত্রস্ত করার এই চেষ্টার নিন্দা করছি আমরা। আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করে ওঁদের কিছুটা হলেও রেহাই দেওয়ায় আমরা খুশি।
গত ২৮ আগস্ট পুণে পুলিশ বেশ কয়েকটি রাজ্যে হানা দিয়ে পাঁচ বামপন্থী সমাজকর্মীকে মাওবাদী সংশ্রব রাখার অভিযোগে গ্রেফতার করে। আলোড়ন ওঠে সারা দেশে। যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ওঁদের জেলে পোরা যাবে না, ৬ সেপ্টেম্বর পর্যন্ত ওঁদের বাড়িতই নজরবন্দি রাখতে হবে।