দেহরাদুন: উত্তরাখন্ড সমেত ৬টি রাজ্যে মাদক বিরোধী প্রচারে নেতৃত্ব দিতে এগিয়ে এসেছেন সঞ্জয় দত্ত। বলিউড অভিনেতার এই উদ্যোগে স্বেচ্ছায় যুক্ত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। সম্প্রতি তাঁর রাজ্যে শিল্পোদ্যোগীদের বিনিয়োগের আমন্ত্রণ জানাতে মুম্বই গিয়েছিলেন তিনি। সেখানে ফোনে সঞ্জয়ের সঙ্গে তাঁর কথা হয় বলে জানান রাওয়াত। তিনি বলেন, সঞ্জয় কোথাও শ্যুটিং করছিলেন। ফোনে নিজেই জানান, কেরিয়ারের শুরুতে মাদকের নেশায় খুব ভুগেছেন, তাই নিজে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে এর বিরুদ্ধে প্রচারে যোগ দিতে চান।
উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান ও কেন্দ্রশাসিত চন্ডীগড় মাদকের নেশার বাড়বাড়ন্তে ভুগছে। ৬টি রাজ্য এর মোকাবিলায় যুগ্ম লড়াইয়ের কৌশল ঠিক করেছে। রাওয়াত সহ ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীরা, বাকি ২টি রাজ্যের প্রতিনিধিরা গত মাসে ওই কৌশল নিয়ে আলোচনায় বসেন। সেখানে ঠিক হয়, যুবসমাজের মধ্যে মাদকের কুফল নিয়ে ব্যাপক প্রচার চলবে। তাঁরা প্রতি ৬ মাস অন্তর প্রচারে কতটা সাড়া মিলল, খতিয়ে দেখতে বৈঠক করবেন।