নয়াদিল্লি: বিমানের মতো এবার ট্রেনে ওঠার নির্ধারিত সময়সীমা চালু করার চিন্তাভাবনা চালাচ্ছে রেল। যেখানে সংশ্লিষ্ট যাত্রীকে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ন্যূনতম ১৫-২০ মিনিট আগে স্টেশনে হাজির হতে হবে। দেরি করলে, ওই যাত্রীকে আর ট্রেনে উঠতে দেওয়া হবে না। সেক্ষেত্রে, ট্রেনের দিকে যাওয়ার গেট সিল করে দেওয়া হবে। একইসঙ্গে, বিমানবন্দরের মতো রেলেও সিকিউরিটি চেক চালু করার ভাবনা চালানো হচ্ছে।
রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)-এর ডিজি অরুণ কুমার জানান, ইতিমধ্যেই, কুম্ভমেলার কথা মাথায় রেখে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা উত্তরপ্রদেশের ইলাহাবাদ স্টেশনে চালু করা হয়েছে। একইভাবে কর্নাটকের হুবলি স্টেশনেও এই নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর করে পরীক্ষা চালানো হচ্ছে। পরবর্তীকালে,  দেশের আরও ২০২ স্টেশনে তা চালু করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, পরিকল্পনা মোতাবেক, ওঠার নির্ধারিত সময় পার হয়ে গেলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা সিল করা হবে। সেক্ষেত্রে, স্টেশনের কোন মুখ খোলা থাকবে আর কোন মুখ বন্ধ-- তা স্থির করতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, কিছুক্ষেত্রে দেওয়াল তুলে, কিছুক্ষেত্রে কোলাপসিবল গেট দিয়ে এবং কিছুক্ষেত্রে আরপিএফ পাহারা বসিয়ে বন্ধ করা হবে। প্রত্যেক এন্ট্রি পয়েন্টে থাকবে সিকিউরিটি চেক। অরুণ কুমার যোগ করেন, বিমানবন্দরের মতো এখানে যাত্রীকে কয়েক ঘণ্টা আগে নয়, মাত্র ১৫-২০ মিনিট আগে আসলেই হবে।
অরুণ কুমার জানান, এত বিশাল মাপের নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত হলেও, নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হবে না। কারণ, এই নতুন ব্যবস্থার অনেকটাই থাকবে যন্ত্র-নির্ভর। প্রস্তাবিত ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম (আইএসএস)-এ থাববে সিসিটিভি ক্যামেরা, অ্যাক্সেস কন্ট্রোল, পার্সোনাল ও ব্যাগেজ স্ক্রিনিং সিস্টেম এবং বম্ব ডিটেকশন ও ডিজপোজাল সিস্টেম। গোটা সিস্টেম বসাতে খরচ হবে ৩৮৫ কোটি টাকা।