শ্রীনগরে ২ সহকর্মীকে গুলি করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান
Web Desk, ABP Ananda | 06 Jan 2019 12:43 PM (IST)
ফাইল ছবি
শ্রীনগর: বচসার জেরে সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে দুই সহকর্মীকে আহত করে আত্মহত্যা করলেন এক সিআরপিএফ জওয়ান। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শ্রীনগরের পন্থ চকে সিআরপিএফের ২৯ ব্যাটালিয়নের শিবিরে। পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী জওয়ানের নাম মুকেশ ভাবুক। কোনও একটি বিষয় নিয়ে তাঁর সঙ্গে এক সহকর্মীর বচসা হয়। এর জেরেই গুলি চালিয়ে দেন মুকেশ। আহত দুই জওয়ানের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। সিআরপিএফ এই ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে।