বোমডিলা: সারা দেশে করোনাভাইরাসের দাপট চলছে। অরুণাচল প্রদেশও এর ব্যতিক্রম নয়। এরই মধ্যে জটিল অস্ত্রোপচার করে ডাহুং এলাকায় এক মহিলা ও তাঁর সদ্যোজাত সন্তানের প্রাণরক্ষা করলেন ভারতীয় সেনার চিকিৎসকরা। ভারতীয় সেনার গজরাজ কোর এই তথ্য জানিয়েছে। সেনার পক্ষ থেকে মা ও সদ্যোজাত সন্তানের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ছবি মা ও শিশু-দুজনেই পুরোপুরি সুস্থ দেখিয়েছে। ডাহু সেনা হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছে। সেনার গজরাজ কোর ট্যুইটারে এ কথা জানিয়ে বলেছে, মা ও সদ্যোজাত সন্তানের জীবন বাঁচাতে সময়মতো সহায়তার জন্য স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সেনার পক্ষ থেকে ট্যুইটে বলা হলেছে, কোভিড ১৯ অতিমারীর এই কঠিন সময়ে ভারতীয় সেনার চিকিৎসকরা অরুণাচল প্রদেশের ডাহুংয়ে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে এক মা ও তাঁর সন্তানের অমূল্য জীবন বাঁচিয়েছেন। এই সময়োচিত সহায়তার জন্য স্থানীয়রা কৃতজ্ঞতা ব্যক্ত করেছে। 
অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেনার এই কাজের প্রশংসায় উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কেউ কেউ তাঁদের প্রতিক্রিয়ায় লিখেছেন ‘কৃতজ্ঞতা’। আবার এক ট্যুইটার ইউজার লিখেছেন, টিম, সার্জন ও অ্যানাস্থেসিয়োলজিস্টরা প্রতিকূল পরিস্থিতিতে অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করেছেন। দুটি প্রাণ বাঁচিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, এর আগেও ভারতীয় সেনার চিকিৎসকরা এ ধরনের অস্ত্রোপচার করে গুরুতর অসুস্থদের জীবন বাঁচিয়েছেন। সেনার চিকিৎসকদের এ ধরনের কৃতিত্ব আরও অনেক রয়েছে। করোনা ভাইরাস অতিমারীর সময় দৃঢ়তার সঙ্গে রোগীদের জরুরি চিকিৎসার কাজে নিযুক্ত রয়েছেন। দিল্লি সহ দেশে বেশ কিছু রাজ্য সেনা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে। দেশে করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউ চলছে। এই কঠিন সময়ে বিভিন্ন রাজ্যে আর্মি বেস হাসপাতালের দরজা সাধারণ রোগীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এছাড়াও  কোভিড আক্রান্তদের জন্য বিশেষ চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা ও আরও অনেক চিকিৎসা কেন্দ্রের ভার নিয়েছেন সেনার চিকিৎসকরা। এরইমধ্যে অরুণাচলের এই ঘটনা বিশেষভাবে নজর কেড়েছে।