নয়াদিল্লি: দুটি অতি-গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি -- আইবি ও র-এর শীর্ষপদে নতুন নিয়োগ করল মোদি সরকার। বুধবার, শীর্ষস্থানীয় ২ আইপিএস অফিসার অরবিন্দ কুমার ও সামন্ত কুমার গোয়েল যথাক্রমে এই দুই সংস্থার মাথায় আগামী ২ বছর জন্য আসীন হলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই দুই অফিসারের নিয়োগকে অনুমোদন করেছে। বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক।
আগামী ৩০ জুন আইবি অধিকর্তার পদ থেকে অবসর নিচ্ছেন রাজীব জৈন। তাঁর স্থলাভিষিক্ত হবেন অরবিন্দ কুমার। অন্যদিকে, আসছে শনিবারই অনিল কে ধসমানার থেকে দেশের গুপ্তচর সংস্থা র-এর দায়িত্বভার বুঝে নেবেন সামন্ত গোয়েল। জৈন ও ধাসমানাকে ২০১৬ সালে ২ বছরের জন্য নিয়োগ করেছিল কেন্দ্র। তাঁদের মেয়াদ শেষ হওয়ার পর আরও ৬ মাসের জন্য তা বৃদ্ধি করা হয়।
৫৯ বছরের কুমার ১৯৮৪ ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের আইপিএস অফিসার। বর্তমানে তিনি আইবি-র বিশেষ ডিরেক্টর পদে কর্মরত। ১৯৯১ সালের অগাস্ট থেকে তিনি আইবি-তে কাজ করছেন। এছাড়া, রাশিয়ার রাজধানী মস্কোতে তিনি ভারতীয় দূতাবাসে কাজ করেছেন। জৈনের পর তিনিই আইবি-র শীর্ষতম অফিসার। কাশ্মীর ও মাওবাদী ইস্যুতে তিনি বিশেষজ্ঞ হিসেবে তাঁর সুনাম রয়েছে। বিশেষ সেবার জন্য তিনি পুলিশের রাষ্ট্রপতি পদক জিতেছেন।
অন্যদিকে, সামন্ত কুমার গোয়েলও ১৯৮৪ ব্যাচের পঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার। বর্তমানে, তিনি র-এর বিশেষ সচিব পদে আসীন। সূত্রের খবর, বালাকোট বিমান হানার পরিকল্পনা রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গোয়েল। গোয়েন্দা তথ্য ও অভিযান নিয়ে প্রচুর অভিজ্ঞতা রয়েছে গোয়েলের। এছাড়া, ২০০০ ও ২০০১ সালে তিনি পঞ্জাব মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তার আগে, নয়ের দশকে পঞ্জাবে সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। পাকিস্তান ও পঞ্জাব নাশকতা বিষয়ে তিনি বিশেষজ্ঞ। ২০০১ সালে তিনি র-তে যোগ দেন। বিশেষ সেবার জন্য তিনি পুলিশের রাষ্ট্রপতি পদক জিতেছেন।