গুয়াহাটি: অসমে জাতীয় নাগরিকপঞ্জীর খসড়া (এনআরসি) থেকে আরও লক্ষাধিক মানুষের নাম বাদ গেল। গত বছরের ৩০ জুলাই যে খসড়া এনআরসি প্রকাশিত হয়েছিল, তাতে এঁদের নাম অন্তর্ভুক্ত হলেও পরে এঁরা নাগরিকত্বের যোগ্য নন বলে দেখা গিয়েছে। আজই এই অতিরিক্ত ১ লক্ষ ২ হাজার ৪৬২ জনের নাম ছেঁটে তৈরি একটি তালিকা বের করা হয়েছে।
অসমে এনআরসি-র রাজ্য কোঅর্ডিনেটরের দেওয়া বিবৃতিতে জানা গিয়েছে, আজকের তালিকাটি প্রকাশ করা হয়েছে নাগরিকত্ব (নাগরিকদের নথিভুক্তিকরণ ও জাতীয় পরিচয় পত্র) নিয়ম ২০০৩ এর পঞ্চম শিডিউলের ৫ নম্বর অনুচ্ছেদের ধারা, বিধি অনুসারে।
২০১৮র ৩০ জুলাই বেরনো খসড়ায় নাগরিকত্বের আবেদন করা মোট ৩.২৯ কোটি মানুষের মধ্যে ২.৯ কোটির নাম ছিল, যার অর্থ ৪০ লক্ষের নাম বাদ যায়। সেই তালিকায় জুড়ল আরও লক্ষাধিক মানুষের নাম।
উত্তরপূর্বের এই রাজ্যে অবৈধ বাসিন্দা, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে এনআরসি তৈরির প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের নজরদারি মেনে। চূড়ান্ত নাগরিকপঞ্জী প্রকাশিত হওয়ার কথা আগামী ৩১ জুলাই।
প্রসঙ্গত এনআরসি প্রক্রিয়া নিয়ে জোর বিতর্ক চলছে দীর্ঘদিন ধরেই। বিজেপির দাবি, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। অন্যদিকে অবৈধ অনুপ্রবেশকারী বিতাড়নের নামে ধর্মের ভিত্তিতে সংখ্যালঘুদেরই নিশানা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।
অসমে খসড়া এনআরসি থেকে বাদ আরও লক্ষাধিক নাম
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jun 2019 12:42 PM (IST)
২০১৮র ৩০ জুলাই বেরনো খসড়ায় নাগরিকত্বের আবেদন করা মোট ৩.২৯ কোটি মানুষের মধ্যে ২.৯ কোটির নাম ছিল, যার অর্থ ৪০ লক্ষের নাম বাদ যায়। সেই তালিকায় জুড়ল আরও লক্ষাধিক মানুষের নাম।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -