মুম্বই: মহারাষ্ট্র সরকারের বিদ্যুৎ পর্ষদ তাঁর পুণের বাংলোর জন্য যে বিল পাঠিয়েছে তাতে হতবাক আশা ভোঁশলে। জুন মাসের জন্য তাঁর বিদ্যুৎ বিলের আর্থিক অঙ্কের পরিমাণ ২ লক্ষ ৮ হাজার ৮৭০ টাকা। অথচ এপ্রিল এবং মে মাসে তাঁর বিল এসেছিল যথাক্রমে ৮ হাজার ৮৫৫ টাকা এবং ৮ হাজার ৯৯৬ টাকা। জুন মাসে বিল এসেছিল ৬ হাজার ৩৯৫ টাকা। এ থেকেই অনুমান করে নেওয়া যায় যে, গড়ে এ রকম বিলই আসে এই প্রবীণ গায়িকার বাড়িতে। কিন্তু জুনের যে বিল এসেছে, তা পিলে চমকে দেওয়ার মতো। রাজ্য বিদ্যুৎ পর্ষদ অবশ্য মনে করছে অ্যাকচুয়াল মিটার রিডিংয়ের ভিত্তিতেই বিল বানানো হয়েছে। তাদের বক্তব্য, ভুল বিলের অভিযোগ গায়িকার থেকে পেয়ে তাঁরা বিদ্যুৎ পর্ষদের একজন আধিকারিককে তাঁর বাংলোয় পাঠিয়েছিলেন। তিনি মিটার রিডিং চেক করে জানিয়েছেন যে হিসাবে কোনও ভুল নেই।
অবশ্য আশার বক্তব্য, তাঁর বাংলোর অধিকাংশ অংশই বন্ধ ছিল, তাহলে বিল এত হবে কী করে! বিদ্যুৎ পর্ষদ কিন্তু বলছে ,এই বাংলো ফাঁকা পড়ে ছিল না, বিদ্যুৎ খরচের হার দেখে মনে করা হচ্ছে এখানে দিনের দিনের পর দিন শ্যুটিং হয়েছে। এ ব্যাপারে অবশ্য এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি গায়িকা। তবে মহারাষ্ট্রের বিদ্যুৎমন্ত্রী চন্দ্রশেখর ভানকুলে গায়িকাকে আশ্বাস দিয়েছেন, তিনি নিজে বিষয়টি জানার চেষ্টা করছেন।
এপ্রিল, মে-তে ৮ হাজার, জুনে দু’লক্ষ টাকার ওপর ইলেকট্রিক বিল! হতভম্ব আশা ভোঁশলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Aug 2020 05:42 PM (IST)
মহারাষ্ট্রের বিদ্যুৎমন্ত্রী চন্দ্রশেখর ভানকুলে গায়িকাকে আশ্বাস দিয়েছেন, তিনি নিজে বিষয়টি জানার চেষ্টা করছেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -