বিশাখাপত্তনম: বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপইয়ার্ডে ক্রেন চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। বেশ কয়েকজন আহত হয়েছেন, এখনও কয়েকজন ক্রেনের তলায় বন্দি। আহতদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, লোড টেস্টিংয়ের সময় ঘটেছে এই দুর্ঘটনা। এক ইউনিয়ন লিডার জানিয়েছেন, ক্রেনে বেশি মাল তোলা হয়ে গিয়েছিল,তাই সেটি ভেঙে পড়ে। উপস্থিতির রেজিস্টার দেখে দুর্ঘটনার সময় ঠিক কতজন কর্মী ঘটনাস্থলে ছিলেন জানার চেষ্টা চলছে। মন্ত্রী অবন্তী শ্রীনিবাস জানিয়েছেন, আহতদের সম্ভাব্য শ্রেষ্ঠ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কর্মীদের পরিজনরা ঘটনাস্থলে এসেছেন, তাঁদের অভিযোগ, তাঁদের দুর্ঘটনার এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। তাঁদের প্রিয়জন বেঁচে আছেন কিনা, তাও জানাচ্ছেন না আধিকারিকরা।
কুমার নামে জনৈক ট্রেড ইউনিয়ন নেতা জানিয়েছেন, ওই ক্রেন অনুপম নামে এক সংস্থার, তারা সেটি শিপইয়ার্ড কর্তৃপক্ষের হাতে তুলে দেয়নি। কোনওরকম নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়েই টেস্টিং চলছিল বলে তাঁর অভিযোগ।
বিশাখাপত্তনমের শিপইয়ার্ডে উল্টে গেল ক্রেন, চাপা পড়ে মৃত অন্তত ১০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Aug 2020 02:32 PM (IST)
কুমার নামে জনৈক ট্রেড ইউনিয়ন নেতা জানিয়েছেন, ওই ক্রেন অনুপম নামে এক সংস্থার, তারা সেটি শিপইয়ার্ড কর্তৃপক্ষের হাতে তুলে দেয়নি। কোনওরকম নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়েই টেস্টিং চলছিল বলে তাঁর অভিযোগ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -