নয়াদিল্লি: আশুতোষের দলত্যাগের এক সপ্তাহ বাদে আমআদমি পার্টি (আপ)-র আরেক নেতা আশিস খৈতানও একই পদক্ষেপ করেছেন বলে দলীয় সূত্রে খবর। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে দল ছাড়ার কথা অস্বীকার করেননি খৈতান, তিনি এই মূহূর্তে সক্রিয় রাজনীতিতে নেই এবং তাঁকে ঘিরে গুজব, জল্পনা হোক চান না বলে জানান।
দলীয় সভাপতি অরবিন্দ কেজরীবালকে গত ১৫ আগস্ট তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে আপ সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, আশুতোষও সেদিনই দল আপ ছাড়ার কথা ঘোষণা করেন। তবে দুজনের ইস্তফা এখনও কেজরীবাল গ্রহণ করেননি।
দিল্লি সরকারের তৈরি উপদেষ্টা সংস্থা দিল্লি ডায়লগ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশনের (ডিডিসি) উল্লেখ করে খৈতান ট্যুইট করেছেন, আইনি পেশায় যুক্ত হব বলে এপ্রিলে ডিডিসি থেকে পদত্যাগ করি। ওটুকুই। গুজব, জল্পনায় আগ্রহী নই। আরেকটি ট্যুইটে লেখেন, পুরোপুরি আইনি পেশায় জড়িয়ে গিয়েছি, বর্তমানে সক্রিয় রাজনীতিতে নেই। বাকিটা আগেই সবার জানা।
প্রসঙ্গত, কেন্দ্র ও দিল্লির আপ সরকারের ক্ষমতা, এক্তিয়ারের প্রশ্নে সংঘাতের জেরে ‘হতাশা’ প্রকাশ করে ডিডিসির ভাইস চেয়ারম্যান পদ ছাড়েন তিনি।
আপ সূত্রের দাবি, ২০১৪য় যে নয়াদিল্লি সংসদীয় কেন্দ্রে বিজেপির মীনাক্ষি লেখির কাছে হেরে গিয়েছিলেন, ২০১৯-এও সেখান থেকেই ফের প্রার্থী হতে চেয়েছিলেন খৈতান। কিন্তু আপ সর্বোচ্চ নেতৃত্ব তা মানতে না চাওয়ায় মুষড়ে পড়েছেন খৈতান।