নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে দেশের প্রতিটা মানুষ দেখছে অতিবৃষ্টি এবং ভয়াবহ বন্যায় কীভাবে বিধ্বস্ত হচ্ছে ঈশ্বরের আপন দেশ কেরল। দেশের বেশিরভাগ রাজ্যই কেরলকে অর্থ সাহায্য করেছে। বিদেশের বহু দেশই এরমধ্যে বিশাল অঙ্কের অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছে। সূত্রের কবর, সেই অর্থ সাহায্য গ্রহণ করবে না কেন্দ্র। আপাতত বন্যা বিধ্বস্ত কেরলকে ৬০০ কোটি টাকা অনুদান দিয়েছে কেন্দ্রীয় সরকার।
গত ৮ অগাস্ট থেকে শুরু হওয়া বৃষ্টি এবং বন্যার জেরে এখনও পর্যন্ত কেরলে সাড়ে তিনশোর ওপর মানুষের মৃত্যু হয়েছে। ১১ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা, নৌ বাহিনী।
কেরলের সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত কেন্দ্র দক্ষিণ ভারতের এই রাজ্যকে সবধরনের সাহায্য করতে প্রস্তুত। গতকাল জানা গিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী ৭০০ কোটি টাকা অর্থ সাহায্য দিতে প্রস্তুত কেরলকে। কিন্তু সেই সাহায্য গ্রহণ করছে না কেন্দ্র।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরশাহীতে প্রায় কয়েক লক্ষ ভারতীয় কর্মসূত্রে রয়েছেন। তারমধ্যে ৮০ শতাংশই কেরলের বাসিন্দা। এদিকে মলদ্বীপ সরকার এবং রাষ্ট্রপুঞ্জও কেরলকে অর্থ সাহায্য দিতে এগিয়ে আসে। আপতত কিছুই গ্রহণ করছে না কেন্দ্র। ৯৪ বছরে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন আগে কখনও হয়নি কেরল। সেখান থেকে ঈশ্বরের আপন দেশের স্বাভাবিক ছন্দে ফিরতে হয়তো বেশ কয়েক মাস সময় লেগে যাবে, দাবি বিশেষজ্ঞদের।
কেরল বন্যায় ৬০০ কোটি সাহায্য কেন্দ্রের, বিদেশ থেকে আসা অর্থ সাহায্য গ্রহণ করবে না মোদী সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Aug 2018 11:20 AM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -