গুয়াহাটি: ১.৬ কোটি টাকা দিয়ে দীনদয়াল উপাধ্যায়ের ৬০,০০০ জীবনী কিনেছে অসম সরকার। আজ বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়ার প্রশ্নের লিখিত জবাবে এমনই জানিয়েছেন সংস্কৃতি (পাঠাগার ও পুরাতত্ত্ব) মন্ত্রী কেশব মহন্ত। তিনি বলেছেন, ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১৫ খণ্ডের জীবনীর প্রতিটি ৪,০০০ করে মোট ৬০,০০০ বই কিনেছে অসম সরকার। এর জন্য ১.৬ কোটি টাকা খরচ হয়েছে। বিভিন্ন পাঠাগার ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বইগুলি।’
মহন্ত আরও জানিয়েছেন, ‘নয়াদিল্লির একটি প্রকাশনা সংস্থার কাছ থেকে বইগুলি কেনা হয়েছে। দীনদয়াল উপাধ্যায় ছাড়া আর কোনও ব্যক্তির জীবনী কেনার প্রস্তাব দেয়নি অসম সরকার।’
১.৬ কোটি টাকা দিয়ে দীনদয়াল উপাধ্যায়ের জীবনী কিনল অসম সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
26 Sep 2018 06:13 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -