গুয়াহাটি: ১.৬ কোটি টাকা দিয়ে দীনদয়াল উপাধ্যায়ের ৬০,০০০ জীবনী কিনেছে অসম সরকার। আজ বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়ার প্রশ্নের লিখিত জবাবে এমনই জানিয়েছেন সংস্কৃতি (পাঠাগার ও পুরাতত্ত্ব) মন্ত্রী কেশব মহন্ত। তিনি বলেছেন, ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১৫ খণ্ডের জীবনীর প্রতিটি ৪,০০০ করে মোট ৬০,০০০ বই কিনেছে অসম সরকার। এর জন্য ১.৬ কোটি টাকা খরচ হয়েছে। বিভিন্ন পাঠাগার ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বইগুলি।’


মহন্ত আরও জানিয়েছেন, ‘নয়াদিল্লির একটি প্রকাশনা সংস্থার কাছ থেকে বইগুলি কেনা হয়েছে। দীনদয়াল উপাধ্যায় ছাড়া আর কোনও ব্যক্তির জীবনী কেনার প্রস্তাব দেয়নি অসম সরকার।’