নয়াদিল্লি: আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ৮৬ তম জন্মদিন। রাজনৈতিক মতাদর্শকে দূরে সরিয়ে রেখে মনমোহন সিংহকে জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে টুইট করেছেন মোদী।
মোদী ছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। দেশের উন্নয়নের স্বার্থে মনমোহনের নিঃস্বার্থ অবদানের কথা উল্লেখ করে, তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রাহুল।
১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর, অবিভক্ত ভারতের পঞ্জাবে (বর্তমানে সেই অংশটি রয়েছে পাকিস্তানে) জন্মেছিলেন মনমোহন সিংহ। অর্থনীতিবিদ মনমোহন সিংহ দু বারের জন্যে দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ এবং ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন মনমোহন। এছাড়া আরবিআইয়ের চেয়ারম্যান এবং অর্থমন্ত্রী পদেও কাজ করেছেন মনমোহন সিংহ।