নয়াদিল্লি: পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে দুটি গ্রহাণু। এরমধ্যে একটির আকারে তাজমহলের দ্বিগুণ। দীপাবলীতেই পৃথিবীর কাছাকাছি চলে আসবে ওই দুই গ্রহাণু। এই দুটি গ্রহাণু হল অ্যাস্টেরয়েড ২০২০ টিবি৯ ও অ্যাস্টেরয়েড ২০২০ এসটি১। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নাসা দুটি গ্রহাণুকেই 'সম্ভাব্য ঝুঁকিপূর্ণ' বলে আখ্যা দিয়েছে। আগামীকাল ১৪ নভেম্বর ওই দুটি গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে।
নাসা-র সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস) জানিয়েছেন, অ্যাস্টেরয়েড ২০২০ এসটি১ আকার ১৭৫ মিটার। প্রতি ঘণ্টায় আনুমানিক ২৮,৬৪৫ কিমি বেগে তা পৃথিবীর খুব কাছ দিয়ে বেরিয়ে যাবে।
'সম্ভাব্য ঝুঁকিপূর্ণ' গ্রহাণু বলা হয় যে মাপকাঠিতে তা হল, যেগুলি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে। ২০২০ টিবি৯-এর আকার ৩০ মিটারের মতো। গড় হিসেবে তা একটা বিমানের মতো লম্বা। এটি ঘণ্টায় ২১,৬০০ কিমি গতিতে পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাবে।
তীব্র গতিতে ছুটে আসছে তাজমহলের দ্বিগুণ গ্রহাণু, পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে যাবে কাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Nov 2020 09:36 PM (IST)
পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে দুটি গ্রহাণু। এরমধ্যে একটির আকারে তাজমহলের দ্বিগুণ। দীপাবলীতেই পৃথিবীর কাছাকাছি চলে আসবে ওই দুই গ্রহাণু। এই দুটি গ্রহাণু হল অ্যাস্টেরয়েড ২০২০ টিবি৯ ও অ্যাস্টেরয়েড ২০২০ এসটি১
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -