নয়াদিল্লি: সতর্কতার জন্য এক লোকো পাইলটের প্রশংসা করলেন রেলমন্ত্রী পিযুষ গয়াল। যে সতর্কতার সঙ্গে তিনটি হাতির প্রাণ বাঁচালেন ওই চালক তার প্রশংসা পঞ্চমুখ রেলমন্ত্রী। তিনি এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। ভিডিওতে দেখা গিয়েছে যে, পশ্চিমবঙ্গের সেবক-গুলমা সেকশনে রাতের অন্ধকারে তিনটি হাতিকে রেল লাইন পেরোতে দেখে ট্রেন থামিয়ে দিয়েছেন চালক।
একটি শাবক সহ দুটি হাতি রেল লাইন পেরোচ্ছিল। ওই লাইন ধরেই এগিয়ে আসছিল ট্রেন। হাতিদের লাইন পেরোতে দেখেই সঙ্গে সঙ্গে ব্রেক কষেন তিনি। এভাবে রক্ষা পায় হাতিগুলি।



হাতিগুলি রেল লাইন পেরোনোর পর ট্রেনটি রওনা দেয়।
এই ঘটনার ভিডিও শেয়ার করে রেলমন্ত্রী লিখেছেন, লোকো পাইলট ও কর্মীর সতর্কতা ও সময়োচিত পদক্ষেপে তিনটি হাতির প্রাণ রক্ষা পেল।
রেলমন্ত্রীর শেয়ার করা এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এক লক্ষেরও বেশি ভিউ হয়েছে।
কমেন্টস সেকশনে ইউজাররা লোকো পাইলটকে ধন্যবাদ জানিয়েছেন।