নয়াদিল্লি: মঙ্গলবার ভারতের করোনা ভাইরাস পরিস্থিতি এবং ভ্যাকসিন সংক্রান্ত গবেষণা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভ্যাকসিনের বিষয়ে কী ধরনের প্রস্তুতি চলছে এবং কতদিনের মধ্যে ভ্যাকসিন তৈরি হতে পারে, সে বিষয়ে খোঁজ নেন তিনি। যত দ্রুত সম্ভব কার্যকরী ভ্যাকসিন তৈরির জন্য আধিকারিকদের প্রযুক্তির সাহায্য নেওয়ার পরামর্শ দেন তিনি। বহু মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য বিস্তারিত পরিকল্পনা করতেও বলেন তিনি। এই বৈঠকে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন নিয়ে যে গবেষণা চলছে, সে বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন আবিষ্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে ভারতের দায়িত্ব আছে। ভারত এ বিষয়ে আন্তর্জাতিক মহলের কাছে দায়বদ্ধ।
এই বৈঠকের পর সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের মতো বড় ও বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীসম্পন্ন দেশে ভ্যাকসিনের বিষয়ে বিশেষ পরিকল্পনা করতে হবে। ওষুধ সহ চিকিৎসার সরঞ্জাম সরবরাহ, যে জনগোষ্ঠীর সবচেয়ে বেশি বিপদ, চিকিৎসার ক্ষেত্রে তাঁদের প্রাধান্য দেওয়া, চিকিৎসার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং বেসরকারি সংস্থাগুলি ও নাগরিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ।’
সরকারি সূত্রে জানা গিয়েছে, বৈঠকে ঠিক হয়েছে, কাদের সবার আগে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন, সেটা চিহ্নিত করতে হবে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ যাঁরা করোনার বিরুদ্ধে সামনের সারিতে লড়াই করছেন, তাঁদের বিশেষ গুরুত্ব দিতে হবে। বাছবিচার ছাড়াই সাধারণ মানুষকে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন যাতে সবার সাধ্যের মধ্যেই থাকে, সেটা নিশ্চিত করতে হবে। প্রযুক্তির মাধ্যমে গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করতে হবে।