বেঙ্গালুরু: কর্ণাটকের চামারাজনগর জেলার সুলিবাড়ি গ্রামের একটি মন্দিরে প্রসাদ খেয়ে দুই নাবালক সহ পাঁচজনের মৃত্যু হল। অসুস্থ অন্তত ৮০ জন। তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার জন্য মাইসুরুতে নিয়ে যাওয়া হয়েছে।


জেলা স্বাস্থ্য আধিকারিক প্রসাদ জানিয়েছেন, ‘প্রসাদে বিষক্রিয়া হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আমরা প্রসাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি।’

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে একটি মন্দিরের শিলান্যাস উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুজো শেষ হওয়ার পর প্রসাদ বিলি করা হয়। সেই প্রসাদ খেয়েই বিপত্তি ঘটে। প্রসাদ খাওয়ার পরেই বহু মানুষ বমি করতে শুরু করেন। তাঁদের পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। অসুস্থ ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা প্রসাদে কেরোসিনের গন্ধ পেয়েছিলেন। কিন্তু সেটা উপেক্ষা করেই প্রসাদ খেয়ে নেন। তারপরেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। বহু মানুষের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে পুলিশকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। অসুস্থ ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই পাঁচজনের মৃত্যু হয়।

এই ঘটনায় শোকপ্রকাশ করে কর্ণাটকের  মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানিয়েছেন, তিনি চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।