রায়বরেলি: দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী ভঢরার ক্ষোভের মুখে পড়লেন উত্তরপ্রদেশের কংগ্রেস কর্মীরা। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে পর্যাপ্ত কাজ না করার জন্য দলীয় কর্মীদের সতর্ক করলেন প্রিয়ঙ্কা। গতকাল বুধবার ভোটারদের ধন্যবাদ জানানোর জন্য রায়বরেলিতে গিয়েছিলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী ও প্রিয়ঙ্কা। এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গাঁধী।



রায়বরেলিতে দলীয় সমর্থকদের দৃশ্যত হতাশ প্রিয়ঙ্কা বলেন, আমি এখানে কোনও ভাষণ দিতে চাই না। কিন্তু যেহেতু বলতে হচ্ছে, তাই সত্যি কথাই বলব। সত্যিটা হল সনিয়া গাঁধী ও রায়বরেলির মানুষের সাহায্যেই এখানে ভোটে জেতা গিয়েছে। সংবাদসংস্থা এএনআই এ খবর জানিয়েছে।



লোকসভা নির্বাচনের আগে প্রিয়ঙ্কাকে দলের সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয় ও পূর্ব উত্তরপ্রদেশে দায়িত্ব দেওয়া হয়।



দলের কর্মীদের কড়া বার্তাও দিয়েছেন প্রিয়ঙ্কা। রায়বরেলিতে এক সমাবেশে তিনি বলেছেন, ভোটে যে কর্মীরা দলের হয়ে কাজ করেননি তাঁদের নাম খুঁজে বের করার চেষ্টা করব।



লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসের চূড়ান্ত ভরাডুবি হয়েছে। দল জিতেছে মাত্র একটি আসনে। এমনকি, প্রিয়ঙ্কার দাদা তথা কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী দলের গড় হিসেবে পরিচিত অমেঠিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে ৫৫,১২০ ভোটে হেরে গিয়েছেন। ২০১৪-র নির্বাচনে এই আসনে তিনি ১ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছিলেন।

এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস মাত্র ৫২ আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, ৩৫২ আসনে জয়ী হয়ে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফিরেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ।