কলকাতা: ওয়ার্ক ফ্রম হোম। বেশ কিছুদিন হল বহু মানুষই এভাবেই কাজ সারছেন। তাই ইন্টারনেটের চাহিদাও বেড়েছে তাল মিলিয়ে। সেই কথা মাথায় রেখেই একাধিক পকেট-বান্ধব ডেটা প্ল্যান আনল বিভিন্ন নেটওয়ার্ক পরিষেবাপ্রদানকারী সংস্থা। বিশেষত ভোডাফোন, এয়ারটেল, জিও - বাজারে এনেছে এমন কতগুলি ডেটা-প্যাক যার খরচ ২০০ টাকারও কম। যাঁরা মাসিক ব্রডব্যান্ড ব্যহার করেন, তাদের জন্য এই প্ল্যানগুলি খুবই চিত্তাকর্ষক।
রিলায়েন্স জিও
মাত্র ১২৯ টাকায় সারা মাসের জন্য ২ জিবি ডেটা দিচ্ছে জিও। সেইসঙ্গে ১০০০ মিনিট জিও ছাড়া অন্য নেটওয়ার্কের কল করার সুবিধে ও ৩০০ এসএমএস। এছাড়া জিও এনেছে ১৪৯টাকার আরও একটি প্ল্য়ান। তাতে দৈনিক ১ জিবি করে ডেটা পাওয়া য়াবে। ১৯৯ টাকার প্যাকে দৈনিক ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। প্ল্যান দুটির ভ্যালিডিটি যথাক্রমে ২৪ ও ২৮ দিন। এই প্ল্যান দুটিতেই রোজ ১০০ টি করে ফ্রি এসএমএস করার সুবিধে মিলবে। নন জিও নেটওয়ার্কে কলটাইমও পাওয়া যাবে।
ভোডাফোন
ভোডাফোনের ১২৯ ও ১৪৯ টাকার প্ল্যানে ২ জিবি ডেটা মিলবে সারা মাসে। ভ্যালডিটি যথাক্রমে ২৪ ও ২৮ দিন। আছে ৩০০ টি করে এসএমএস করার সুবিধাও।
এয়ারটেল
মাত্র ৯৮ টাকায় ৬ জিবির আকর্ষণীয় ডেটা প্যাক। ২৮ দিনের ভ্যালিডিটি। ৩০০ টি এসএমএস-এর সুবিধে। অন্যদিকে ১৪৯ টাকার প্ল্যানেই আছে আনলিমিটেড কল ও রোজ ২ জিবি করে ডেটার সুবিধা। এক্ষেত্রেও ৩০০টি এসএমএস করতে পারবেন। ১৭৯টাকার প্যাকটিও দুর্দান্ত।
২০০ টাকার কমে দুর্দান্ত প্রি-পেইড প্ল্যান আনল জিও, ভোডাফেন, এয়ারটেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2020 09:45 AM (IST)
একাধিক পকেট-বান্ধব ডেটা প্ল্যান আনল বিভিন্ন নেটওয়ার্ক পরিষেবাপ্রদানকারী সংস্থা। বিশেষত ভোডাফোন, এয়ারটেল, জিও - বাজারে এনেছে এমন কতগুলি ডেটা-প্যাক যার খরচ ২০০ টাকারও কম।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -