বিসিজি টিকা মূলত নেওয়া হয় টিউবারকিউলোসিস প্রতিরোধে। হু জানিয়েছে, করোনা প্রতিরোধে এই টিকা নেওয়ার পরামর্শ তারা দিচ্ছে না। তারা বলেছে,পরীক্ষামূলকভাবে প্রমাণ হয়েছে, যে জীবজন্তু ও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় বিসিজি টিকার অনির্দিষ্ট প্রভাব রয়েছে। কিন্তু এই প্রভাব এখনও স্পষ্ট নয়, চিকিৎসায় প্রাসঙ্গিকতাও অজানা। এ নিয়ে দুটি চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা চলছে, যদি প্রমাণ মেলে, তা খতিয়ে দেখবে হু।
বিসিজি টিকায় শিশুদের মধ্যে টিবি প্রতিরোধ করা সম্ভব। যদি করোনা সারাতে কাজে লাগে বলে খবর ছড়িয়ে দিয়ে এই টিকা স্থানীয় বাজার থেকে তুলে নেওয়া হয়, তবে টিবি রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে, মৃত্যুও বিচিত্র নয়। সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।