চেন্নাই: তামিলনাড়ুর বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দররাজনের সাংবাদিক সম্মেলনের মধ্যেই তাঁকে পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে প্রশ্ন করায় এক অটোচালককে মারধর করার অভিযোগ উঠল। রবিবার রাতে সইদাপেট এলাকায় সাংবাদিক বৈঠক করছিলেন তামিলনাড়ু বিজেপির সভাপতি সৌন্দররাজন। তাঁর পিছনে দাঁড়িয়ে থাকা ওই প্রবীণ অটোচালক তাঁকে জিজ্ঞাসা করেন, দিদি, রোজ কেন পেট্রপণ্যের দাম বাড়ছে। বিজেপি নেত্রী কোনও জবাব না দিয়ে সাংবাদিক বৈঠক চালিয়ে যান। কিন্তু কাথির নামে ওই অটোচালক তবুও একই প্রশ্ন করতে থাকায় সেখানে হাজির বিজেপি কর্মীরা তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিগ্রহ করে বলে অভিযোগ উঠেছে।
শুধু একটা প্রশ্ন করায় তাঁকে মারধর করা হল বলে পরে সাংবাদিকদের জানান ওই ক্ষুব্ধ অটোচালক। বলেন, জ্বালানির দাম নিয়মিত চড়তে থাকায় আমার সমস্যা, অসুবিধার কথা শুধু বলেছিলাম। বিজেপি নেত্রীকে বিব্রত করার কোনও অভিপ্রায়ই ছিল না। তবুও ওরা আমায় মারল।
তবে কাথির ঘটনার সময় নেশায় বেসামাল ছিলেন বলে জানিয়েছেন বিজেপি কর্মীরা, তাঁকে নিগ্রহের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সৌন্দররাজন। তিনি বলেন, বিজেপি কর্মীরা ওঁকে মারধর করেনি। কেউ ওঁকে হেনস্তা করে থাকলে সেটা নিন্দনীয় কাজ।