নয়াদিল্লি: এখনও গ্রীষ্ম আসেনি। বাতাসে বসন্তের ছোঁয়া। কিন্তু তারই মধ্যে উদ্বেগের কথা শোনাল আবহাওয়া দফতর। এবারের গ্রীষ্ম নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ, এপ্রিল ও মে মাসে উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, মধ্যভারত ও দক্ষিণ ভারতের কিছু অংশে তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। ফলে গ্রীষ্মের দাপটে মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশেই এখনও ভোর ও রাতে হাল্কা ঠান্ডার অনুভূতি থাকলেও, দেশজুড়ে উপকূলবর্তী অঞ্চলগুলির তাপমাত্রা কয়েকদিন ধরেই বাড়তে শুরু করেছে। গ্রীষ্মের শুরু থেকেই মুম্বই, কেরলে  তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।