কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশেই এখনও ভোর ও রাতে হাল্কা ঠান্ডার অনুভূতি থাকলেও, দেশজুড়ে উপকূলবর্তী অঞ্চলগুলির তাপমাত্রা কয়েকদিন ধরেই বাড়তে শুরু করেছে। গ্রীষ্মের শুরু থেকেই মুম্বই, কেরলে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এবারের গ্রীষ্মে দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি, পূর্বাভাস আবহাওয়া দফতরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Feb 2020 08:20 PM (IST)
গ্রীষ্মের শুরু থেকেই মুম্বই, কেরলে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
ফাইল ছবি
নয়াদিল্লি: এখনও গ্রীষ্ম আসেনি। বাতাসে বসন্তের ছোঁয়া। কিন্তু তারই মধ্যে উদ্বেগের কথা শোনাল আবহাওয়া দফতর। এবারের গ্রীষ্ম নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ, এপ্রিল ও মে মাসে উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, মধ্যভারত ও দক্ষিণ ভারতের কিছু অংশে তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। ফলে গ্রীষ্মের দাপটে মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।